ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অন্তিম শয়ানে শাম্মী আখতার

প্রকাশিত: ০৬:৫৮, ১৮ জানুয়ারি ২০১৮

অন্তিম শয়ানে শাম্মী আখতার

স্টাফ রিপোর্টার ॥ অন্তিম শয়ানে শায়িত হলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী শাম্মী আখতার। রাজধানীর শান্তিনগরের চামেলীবাগের আমিনবাগ জামে মসজিদে বুধবার বাদ জোহর জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় অংশ নেন সঙ্গীতাঙ্গনে তার সহকর্মীসহ শুভানুধ্যায়ী ও ভক্তরা। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার বেলা চারটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই সঙ্গীতশিল্পী। তার বয়স হয়েছিল ৬২ বছর। এই শিল্পী রেখে গেছেন জীবনসঙ্গী লোকসঙ্গীত শিল্পী আকরামুল ইসলাম এবং দুই ছেলে-মেয়ে সোহান ইবনে আকরাম কমল ও হুমাইরা চৌধুরী সাজিয়া। শাম্মী আখতারের স্বামী সঙ্গীতশিল্পী আকরামুল ইসলাম জনকণ্ঠকে বলেন, পাঁচ বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন শাম্মী আখতার। তার ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে এসে ধরা পড়ে। তবে চিকিৎসায় কোন ত্রুটি ছিল না। এ অবস্থায় জীবনের দিনগুলোয় শাম্মী আখতার বাসাতেই ছিলেন। মঙ্গলবার দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদস্পন্দন না পাওয়ায় বাসাবোর হেলথ এইড হাসপাতালে নেয়ার পথে বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। শাম্মী আখতার ১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন।
×