ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজেএমসিকে সহজেই হারাল ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৬:৫১, ১৮ জানুয়ারি ২০১৮

বিজেএমসিকে সহজেই হারাল ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ গত স্বাধীনতা কাপ ফুটবলের আসরে ‘বি’ গ্রুপে ছিল ঢাকা আবাহনী এবং টিম বিজেএমসি। এবারের আসরেও একই গ্রুপে (‘সি’) আছে দুই দল। গত আসরে বিদেশীদের নৈপুণ্যে ‘সোনালী আঁশের দল’ খ্যাত বিজেএমসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। এবারের আসরে কোন বিদেশীকে খেলার অনুমতি দেয়া হয়নি। তারপরও আগের আসরের মতো হার এড়াতে পারলো না বিজেএমসি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে তারা ০-২ গোলে হেরেছে এই আসরের দু’বারের শিরোপাধারী আবাহনীর কাছে। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। জয় দিয়ে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করলো আবাহনী। শুরু থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের রাতের ম্যাচটিতে উত্তেজনা ছিল ভালই। দুই দলই গতিময় ফুটবল খেলা উপহার দেয়ার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ পরই তাতে ভাটা পড়ে। দীর্ঘদিন প্রিমিয়ার লীগে খেলার কারণেই তাদের অনেকটা ক্লান্ত মনে হচ্ছিল। ম্যাচের ১৩ মিনিটেই গোল করে এগিয়ে যেতে পারতো বিজেএমসি। কিন্তু আবাহনীর অধিনায়ক মামুন মিয়ার বদান্যতায় এ যাত্রায় রক্ষা পায় আবাহনী। অবশ্য মামুন মিয়া ডি-বক্সের সামান্য বাইরে বিজেএমসির আব্দুল্লাহ আল মামুনকে ফাউল করলে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজান। আব্দুল্লাহ আল পারভেজের নেয়া বাঁ পায়ের ফ্রিকিক আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম ফিস্ট করে প্রতিহত করেন। ফিরতি বলে বিজেএমসির আগুয়ান ডিফেন্ডার খোকনের হেড গোলে ঢোকার মুহূর্তে আবাহনীর মামুন মিয়া বিপদমুক্ত করলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বিজেএমসি। ম্যাচের ২৪ মিনিটে গোল করে এগিয়ে যায় সদ্য সমাপ্ত প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন আবাহনী। বিজেএমসির সীমানার ডানপ্রান্তে থ্রোয়িং পায় আবাহনী। ডিফেন্ডার রায়হান হাসান লম্বা থ্রো ফেলেন বক্সের ভেতর। লাফিয়ে উঠে চমৎকার হেডে জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন আবাহনীর ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন (১-০)। ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করে গত আসরের রানার্সআপ আবাহনী। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে যায় আবাহনী। ডি-বক্সের সামান্য বাইরে থেকে রুবেল ব্যাক পাস দেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদকে। ফাহাদ বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ডান পায়ের চমৎকার জোরালো শটে পরাস্ত করেন বিজেএমসির গোলরক্ষক-অধিনায়ক আরিফুজ্জামান হিমেলকে (২-০)। শেষ পর্যন্ত ধানম-ি পাড়ার ক্লাব আবাহনী ২-০ গোলের আয়েশী জয় নিয়েই মাঠ ছাড়ে। এই জয়ে শেষ আটে নাম লেখানোটা অনেকটাই নিশ্চিত করে ফেললো তারা।
×