ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিরপুরের শততম ম্যাচে বাংলাদেশ খেললে ভাল হতো

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জানুয়ারি ২০১৮

মিরপুরের শততম ম্যাচে বাংলাদেশ খেললে ভাল হতো

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের পঞ্চম ভেন্যু হিসেবে ১০০ ওয়ানডে আয়োজনের গৌরব অর্জন করেছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। কিন্তু এমন গৌরবের ম্যাচে স্বাগতিক বাংলাদেশ দলই ছিল দর্শক। মাঠে খেলেছে ত্রিদেশীয় সিরিজের অপর দুই দল জিম্বাবুইয়ে ও শ্রীলঙ্কা। মাত্র ১১ বছর ১ মাস ৮ দিন সময় লেগেছে দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুরের শতক পূর্ণ করতে। বিরামহীনভাবে ক্রিকেট ম্যাচ আয়োজন করতে থাকা এ ভেন্যুর দু ’শ ওয়ানডে আয়োজক হয়ে উঠতে খুব বেশি সময় লাগবে না এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ঐতিহাসিক এ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেললে ভাল হতো বলে স্বীকার করলেন তিনি। বাংলাদেশ দল গত মার্চে শ্রীলঙ্কা সফরে খেলেছে নিজেদের শততম টেস্ট। ভিনদেশে হলেও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) অতিথিদের এমন অর্জনটাকে স্মৃতিময় করতে অনেক পদক্ষেপই নিয়েছিল। কিন্তু শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের শততম ম্যাচে তেমন কোন পদক্ষেপই নেয়নি বিসিবি। শুধু গ্রাউন্ডসম্যানদের স্মারক উপহার হিসেবে জ্যাকেট দেয়া হয়েছে। এমনকি স্বাগতিক বাংলাদেশ দলও ঐতিহাসিক এ ম্যাচে খেলতে পারেনি। এ বিষয়ে পাপন বলেন, ‘আজকের (বুধবার) এই শততম ওডিআইতে বাংলাদেশের খেলাও রাখতে পারতাম। এটা ঠিক আছে। আমরা শততম টেস্ট ম্যাচটাও বাইরে খেলেছি। শ্রীলঙ্কায় গিয়ে। যেখানেই হোক। আজকেরটা ভেন্যুর ওপরে গেছে। একটা বিশেষ জিনিস কিন্তু আমার কাছে আছে। যে প্রথম খেলাটা কিন্তু হয়েছিল ওখানে জিম্বাবুইয়ে এবং মাসাকাদজা ছিল আজকেও আছে। ওদিক দিয়ে যদি আপনি দেখেন এটা ঠিক আছে। তবে বাংলাদেশ হলে আরও ভাল হতো।’ ২০০৬ সালের ৮ ডিসেম্বর আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু হয়েছিল শেরেবাংলার। বিশ্বের আরও ৫টি ভেন্যু ১০০ ওয়ানডে আয়োজনের গৌরব অর্জন করেছে। কিন্তু সবচেয়ে কম সময়ে শেরেবাংলা সেই গৌরব ছুঁয়েছে। কারণ বিরতিহীনভাবেই এই ভেন্যুতে ক্রিকেট আয়োজন হয়ে থাকে। এ বিষয়ে পাপন বলেন, ‘এই ভেন্যুটা ১০০তম ওয়ানডে হচ্ছে সেটা সত্যি একটা মাইলস্টোন। আমাদের তো খুব একটা বিকল্প নেই। আমরা সিলেটে একটা সুন্দর ভাল স্টেডিয়াম করেছি, চট্টগ্রামে আমাদের নতুন একটা স্টেডিয়াম হয়েছে। এগুলো তো নতুন। কিন্তু প্রথম থেকে যদি দেখে থাকেন আমাদের ক্রিকেট স্টেডিয়াম হোম অব ক্রিকেট বলতে যেটা বুঝে থাকি সেটা এটাই, মিরপুরের এই শেরেবাংলা। পৃথিবীতে এটা পঞ্চম স্টেডিয়াম ১শতম যেটা ছুঁয়েছে ওডিআই। এত কম সময়ে। কারণ নিয়মিত খেলা হচ্ছে এই মাঠে। যেভাবে চলছে আমার মনে হয় ১০০ না এটার ২০০ হতে সময় লাগবে না। যে পরিমাণ বিরতির দরকার হয় আন্তর্জাতিক ভেন্যুগুলোতে আমরা তার কিছুই দিতে পারছি না। প্রচুর খেলা হচ্ছে যার জন্য মাঠটা আমরা যে ধরনের স্বপ্ন দেখি যা করার ইচ্ছা আমাদের মধ্যে আছে ওরকম করা যাচ্ছে না, এখানে বিরতিই পাওয়া যাচ্ছে না।’ শেরেবাংলা স্টেডিয়ামে একটি আর্কাইভ করার চিন্তা-ভাবনা করছে বিসিবি। তবে সেজন্য যথেষ্ট সুযোগ ও জায়গা শেরেবাংলায় নেই।
×