ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিদ্যুত উৎপাদন বেড়েছে ১২ হাজার মে. ও ॥ স্পীকার

প্রকাশিত: ০৬:০৬, ১৮ জানুয়ারি ২০১৮

বিদ্যুত উৎপাদন বেড়েছে ১২ হাজার মে. ও ॥ স্পীকার

সংসদ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গত ৯ বছরের শাসনামলে দেশের বিদ্যুত উৎপাদন ১১ হাজার ৮শ’ মেগাওয়াট বেড়েছে। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের (এসপিআইপিএল) ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর আব্দুল্লাহ বিন তারমুগিকে এমনটাই জানিয়েছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার স্পীকারের সংসদ ভবনের কার্যালয়ে আব্দুল্লাহ বিন তারমুগির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় এসপিআইপিএলের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর লিম হুই হুয়া, ট্যাং কিন ফ্যাই, ক্যাসপার ব্লাসি জোহানসেন, মোহাম্মদ লতিফ খান ও হেড অব এডমিন কর্নেল (অব) জাওয়াদ-উল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় স্পীকার বলেন, ২০০৮-০৯ সালে বাংলাদেশে বিদ্যুত খাত অনেক শোচনীয় অবস্থায় ছিল। তখন বিদ্যুত উৎপাদন ছিল মাত্র ৩২শ’ মেগাওয়াট। ইতোমধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও কার্যকরী পদক্ষেপের কারণে বর্তমানে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সরকার বিদ্যুত উৎপাদন বৃদ্ধিতে যথেষ্ট মনোযোগী। এক্ষেত্রে সামিট গ্রুপের অবদানও অনস্বীকার্য। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে আর্থ-সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে বাংলাদেশ দ্রুত উন্নতি লাভ করছে। বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে অতি দারিদ্র্যের হার ২৩ শতাংশে কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এ সময় আব্দুল্লাহ বিন তারমুগি বলেন, বাংলাদেশের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়ন লক্ষণীয়। বিদ্যুত খাতে উন্নয়নের কারণে বাংলাদেশের প্রবৃদ্ধি সন্তোষজনক মাত্রায় স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, বিদ্যুত, এলএনজি টার্মিনাল, ফাইবার অপটিক ও আন্তর্জাতিক মানসম্মত সমুদ্রবন্দর স্থাপন এবং উন্নয়নে সামিট গ্রুপ কাজ করে যাচ্ছে। বিদ্যুত ও এলএনজি টার্মিনাল স্থাপনের কাক্সিক্ষত লক্ষ্য অর্জিত হলে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
×