ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

’১৭ সালে বিজিবির অভিযানে ১২১৭ কোটির অধিক মূল্যের মাদক ও চোরাচালান জব্দ

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ জানুয়ারি ২০১৮

’১৭ সালে বিজিবির অভিযানে ১২১৭ কোটির অধিক মূল্যের মাদক ও চোরাচালান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০১৭ সালে (জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত) দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১২১৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকের মধ্যে রয়েছে, ইয়াবা ট্যাবলেট, বিদেশী মদ, ফেনসিডিল, ফেন্সিডিলসহ অন্যান্য নেশাজাতীয় দ্রব্য। আটককৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে শাড়ি, থ্রিপিস/শার্টপিস, তৈরি পোশাক, কাঠ ও স্বর্ণ। একই সময়ে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৫টি পিস্তল, ৪৮টি বন্দুক, ৩০০টি গুলি, ৬১টি ম্যাগাজিন এবং ১টি রিভলবার। বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২,৬৮৯ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১,১১৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। গত আগস্ট ২০১৭ হতে ডিসেম্বর ২০১৭ পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকারী ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের প্রাথমিকভাবে সাময়িক আশ্রয়, নিরাপত্তা সহায়তা, সীমিত মেডিক্যাল সহায়তা প্রদানসহ বাংলাদেশে আশ্রয় শিবিরে স্থানান্তর এবং রেজিস্ট্রেশন কার্যক্রমে বিজিবি অগ্রণী ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। উল্লেখ্য, গত বছর (২০১৬ সালে) বিজিবি’র অভিযানে ১১৬১ কোটি ৬৭ লাখ ১৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করা হয়েছিল।-বিজ্ঞপ্তি
×