ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে স্কুলছাত্র হত্যা

প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে খুনী শনাক্ত

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ জানুয়ারি ২০১৮

প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে খুনী শনাক্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে প্রকাশ্যে রাস্তায় কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আদনান ইসফারকে (১৪) ছুরিকাঘাতে খুনের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে প্রত্যক্ষদর্শী তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকারীদের পরিচয় জানতে পেরেছে পুলিশ। ক্রিকেট খেলা নিয়ে বিরোধের সূত্র ধরে এ হত্যাকা- ঘটেছে। পুলিশ খুনীদের গ্রেফতারের চেষ্টা করছে। সিএমপির কোতোয়ালি থানার ওসি মোঃ জসিম উদ্দিন জনকণ্ঠকে জানান, এ ঘটনায় মঙ্গলবারই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা ঘটনাটির প্রত্যক্ষদর্শী। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। খুনীদের মধ্যে কয়েকজনের নাম পরিচয়ও জানা গেছে। তদন্তের স্বার্থে নামগুলো প্রকাশ না করে তিনি বলেন, তাদের গ্রেফতারের জন্য সম্ভাব্য স্থানগুলোতে অভিযান চলছে। এ দিকে, আদনান খুনের ঘটনায় বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা করেনি তার অভিভাবকরা। তবে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। বুধবারই এই কিশোরের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরির পর অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই খুনীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
×