ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকা সিটি নির্বাচন স্থগিতে সরকারের কোন হাত নেই ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০১৮

ঢাকা সিটি নির্বাচন স্থগিতে সরকারের কোন হাত নেই ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতের যে আদেশ হাইকোর্ট থেকে এসেছে, এর পেছনে সরকারের কোন ভূমিকা বা হাত নেই। এখানে সরকারের যোগসাজশের কোন বিষয় নেই। আওয়ামী লীগ এ ধরনের নোংরা রাজনীতিতে বিশ্বাস করে না। বুধবার ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, সব কিছুতে সরকারের যোগসাজশ আবিষ্কার করেন কেন? যেহেতু আদালত নির্বাচন স্থগিত করেছে, তাই কিছু বলতে পারি না। যতক্ষণ সিদ্ধান্ত বহাল থাকবে ততক্ষণ আমাদের সিদ্ধান্ত মেনে নিতে হবে। এর বাইরে কোন কিছু করা হাইকোর্টের আইনে আদালত অবমাননার পর্যায়ে পড়বে। তিন মাস পর মেয়র পদে প্রার্থিতা পরিবর্তন হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সময় বলে দেবে।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আদালতের রায়কে আমরা সম্মান করি বলেই আজ চূড়ান্ত হওয়া দলীয় ওয়ার্ড কাউন্সিলরদের প্রার্থীর নাম ঘোষণা করতে এসেও করিনি। অন্য দল (বিএনপি) তো এখনো কাউন্সিলর প্রার্থীই চূড়ান্ত করতে পারেনি। হাইকোর্টের এ সিদ্ধান্ত যতক্ষণ বহাল থাকবে কাউন্সিলরের তালিকা প্রকাশ করা হলে হাইকোর্টের আদেশ অমান্য করা হবে। যদি হাইকোর্টের সিদ্ধান্ত পরিবর্তন হয়, তখন আমরা তালিকা প্রকাশ করব। এদিকে ফুটপাথে হকার বসানো নিয়ে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সংসদ সদস্য শামীম ওসমানের দ্বন্দ্বে ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনার পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এই দুই প্রভাবশালী নেতাকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার ওই সংঘর্ষের ঘটনার পর রাতে বিষয়টি নিয়ে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার পরই দুজনকে তলব করা হয়েছে বলে ওবায়দুল কাদের জানান। তবে কবে, কোথায় দুইজনের সঙ্গে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এই মারামারিতে ভোটব্যাংকের কোন ক্ষতি হয়নি, তবে এটা খুব খারাপ দৃষ্টান্ত। আমি মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। এদের দুজনকেই ডাকা হয়েছে। এটা পার্টির অভ্যন্তরীণ বিষয়, আমরা অভ্যন্তরীণভাবে কথা বলব।’ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। ওখানে যদি অস্ত্রের ব্যবহার হয় এবং গোলাগুলি হয় তবে সে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তিনি খোঁজখবর নিচ্ছেন, তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার তাদের দুজনকেই ডেকেছেন। যারাই জনসম্মুখে পার্টির ভাবমূর্তি নষ্ট করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কেউ ছাড় পাবে না।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমাকে যখন নারায়ণগঞ্জের পুলিশের এসপি ঘটনা জানান, তখন আমি দুজনকেই (সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান) ফোন করে বলেছি অনভিপ্রেত ঘটনা স্টপ করতে। দু’পক্ষকেই ডাকব এবং বিষয়টি খতিয়ে দেখব। আমি শামীম ওসমানকে ফোন করব কি মারামারি করতে? মারামারি বন্ধ করতেই তো আমি ফোন করেছি। এই প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। বুধবার সকালেও দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। এখানে সমস্যা তো মাঝে মাঝে হয়। তাদের এ সমস্যায় সিটি কর্পোরেশনের শান্তিপূর্ণ পরিবেশও নষ্ট করেনি আমাদের বিজয়েও বাধা হয়নি, ভোট ব্যাংকেরও ক্ষতি হয়নি। তবে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত এবং অনাকাক্সিক্ষত।
×