ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হেরে যাওয়ার ভয়েই সরকারের রিট ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ জানুয়ারি ২০১৮

হেরে যাওয়ার ভয়েই সরকারের রিট ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে সরকার লোক দিয়ে রিট করিয়েছে এবং আদালত এ নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বকশীবাজার বিশেষ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, সরকার খোঁজখবর নিয়ে দেখেছে ডিএনসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিততে পারবেন না। তাই হেরে যাওয়ার ভয়ে তারা আদালতের মাধ্যমে এ সুযোগ নিয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সিটি কর্পোরেশনে সংযুক্ত হওয়া কিছু ইউনিয়নের সীমানা চূড়ান্ত না করেই ডিএনসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এটি বর্তমান নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা। সরকার যেহেতু নির্বাচনের ফলাফল আগেই আঁচ করতে পেরেছে তাই তারা এমন কৌশল নিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন কমিশনের ৯ জানুয়ারির ঘোষিত তফসিল অনুযায়ী ডিএনসিসি নির্বাচনের প্রার্থীদের ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল করতে হবে। কিন্তু বিভিন্ন ইউনিয়নকে সিটি কর্পোরেশনের নতুন নতুন ওয়ার্ডে সংযুক্ত করা হলেও সেখানে এখন পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়নি। যিনি প্রার্থী হবেন তিনিও জানেন না তিনি ভোটার কিনা। তাছাড়া মনোনয়নপত্রে ৩০০ ভোটারের স্বাক্ষর থাকতে হয়। কিন্তু ভোটার তালিকা প্রকাশ না হলে এটা কিভাবে সম্ভব? নির্বাচন কমিশন এসব কিছু বিবেচনা না করে কিভাবে তফসিল ঘোষণা করে। এটা আইন অনুযায়ী হয় না। ভরাডুবি হবে ভেবে সরকার এটা করেছেÑ ড. মোশাররফ ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ভরাডুবি হবে নিশ্চিত জেনেই সরকারের ইঙ্গিতে নিজেদের লোক দিয়ে কোর্টে রিট করিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন ভোট স্থগিতের কী সুন্দর খেলা! বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইসির ত্রুটিপূর্ণ তফসিলের কারণে রিটের সুযোগ তৈরি হয়েছে- রিজভী ॥ নির্বাচন কমিশনের (ইসি) ত্রুটিপূর্ণ তফসিলের কারণে ডিসিসি নির্বাচন নিয়ে রিটের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই নির্বাচন বানচাল করা সরকারের পূর্বপরিকল্পিত নীলনক্সা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
×