ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট সমাধানে দিল্লীর ‘নিশ্চিত সমর্থন’ রয়েছে ॥ সুষমা স্বরাজ

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৮

রোহিঙ্গা সঙ্কট  সমাধানে দিল্লীর ‘নিশ্চিত সমর্থন’ রয়েছে ॥ সুষমা স্বরাজ

কূটনৈতিক রিপোর্টার ॥ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, রোহিঙ্গা সঙ্কট সমাধানে দিল্লীর ‘নিশ্চিত সমর্থন’ রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাখাইনে পুনর্বাসন কর্মসূচীতে ভারত সহযোগিতা করছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার দিল্লীতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে সুষমা স্বরাজ এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দিল্লী সফরে রয়েছেন। সেখানে তিনি ‘রাইসিনা সংলাপে’ যোগ দিয়েছেন। দিল্লী সফরকালে বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আবুল হাসান মাহমুদ আলী দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের বিষয়ে ভারতের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লীতে বুধবার বৈঠক করেন। বৈঠকে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে বাংলাদেশের পক্ষে যাবতীয় সহযোগিতা ও সমর্থন ভারতের রয়েছে বলে জানান সুষমা স্বরাজ। বৈঠকে ঢাকা ও দিল্লীর মধ্যে সম্পর্ক জোরদারে উভয় পক্ষ পুনর্ব্যক্ত করে। এছাড়া গত বছর অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত যৌথ পরামর্শ সভায় নেয়া সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে তৃতীয় ক্রেডিট লাইনের আওতায় নেয়া ১৪ প্রকল্পের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।
×