ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিটকারী একজন বিএনপি, অন্যজন আওয়ামী লীগ নেতা

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জানুয়ারি ২০১৮

রিটকারী একজন বিএনপি, অন্যজন আওয়ামী লীগ নেতা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ও আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে পরস্পরবিরোধী অবস্থানে থাকলেও দীর্ঘকাল পরে হলেও একটি বিষয়ে তাদের মধ্যে ঐক্য পরিলক্ষিত হয়েছে। আর তা হচ্ছে ডিএনসিসি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিটকারী দুইজনের মধ্যে একজন বিএনপি ও আরেকজন আওয়ামী লীগ নেতা। এ দিকে দুই দলের দুই নেতার রিটের ভিত্তিতে বুধবার আদালতের রায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন স্থগিত হওয়ার জন্য বিএনপি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করলেও ভেতরে ভেতরে এ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে বিএনপিরও সায় ছিল। আর এ কারণেই রিটকারী দুইজনের মধ্যে একজন বাড্ডা থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হলেও তার বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা নেয়নি দলটি। দুই দলের দুই নেতার রিটের পর নির্বাচন স্থগিত হওয়ার বিষয়টি নিয়ে বিশেষ করে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা কেন একই ইস্যুতে একসঙ্গে মামলা করল তা নিয়ে জনমনে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। দুই দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে চলছে নানামুখী কথাবার্তা। তবে অভিজ্ঞ মহল মনে করছে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অংশ নেয়ার ঝুঁকি বিএনপি ও আওয়ামী লীগ নিতে চায়নি। আর এ জন্যই কৌশলে দেশের বড় এই দুই দলের দুই নেতা দিয়ে হাইকোর্টে রিট করান হয়েছে। আর রিট করার আগেই দুই দলের এই দুই নেতা নিজেদের মধ্যে এবং অন্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কউন্সিলর পদে নির্বাচনের জন্য নয় জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই তফসিল অনুসারে ২৬ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এ নির্বাচনের জন্য আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীও ঘোষণা করেছিল। কিন্তু বুধবার আদালতের রায়ে এ নির্বাচন স্থগিত হয়ে গেছে। নির্বাচন কমিশনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তফসিলের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদন করেন ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাড্ডা থানা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। আগেই তাদের দুই ইউনিয়নকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়। আতাউর রহমানের পক্ষে হাইকোর্টে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও আহসান হাবিব ভূঁইয়া। জাহাঙ্গীর আলমের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও মোঃ জাহাঙ্গীর হোসাইন সেলিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ মোখলেছুর রহমান। প্রসঙ্গত, আদালতের রায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার খবর শুনে বিএনপির সিনিয়র নেতারা দফায় দফায় এ বিষয়ে প্রতিক্রিয়া দেন। এ সময় তারা বলেন, আওয়ামী লীগের প্রার্থীর নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে সরকার নিজেদের লোক দিয়ে হাইকোর্টে রিট করিয়েছে। আর এ রিটের কারণে আদালত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির এ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাইকোর্টে রিট ও ডিএনসিসি নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে সরকারের হাত নেই।
×