ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গ্যাসের বর্ধিত মূল্য দিয়ে গঠন করা হচ্ছে জ্বালানি নিরাপত্তা ফান্ড

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ জানুয়ারি ২০১৮

গ্যাসের বর্ধিত মূল্য দিয়ে গঠন করা হচ্ছে জ্বালানি নিরাপত্তা ফান্ড

রশিদ মামুন ॥ গ্যাসের বর্ধিত দরের সবটা দিয়েই গঠন করা হচ্ছে জ্বালানি নিরাপত্তা তহবিল। ইতোমধ্যে বর্ধিত দামসহ এই তহবিলে পাঁচ হাজার কোটি টাকা জমা পড়েছে। তবে তহবিল খরচের প্রবিধান না থাকায় অলস পড়ে রয়েছে বিপুল এই অর্থ। এই তহবিলের অর্থ জ্বালানি বিভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি এবং এর অবকাঠামো নির্মাণে ব্যবহার করতে চায়। এর আগে গ্রাহকের অর্থে গড়ে ওঠে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ)। পরবর্তীতে গত বছর গ্যাসের দাম বৃদ্ধির সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন করে জ্বালানি নিরাপত্তা তহবিল গঠনের আদেশ দেয়। গ্যাসের সম্পদ মূল্যের সঙ্গে বিতরণ কোম্পানি গ্যাস বিক্রি করে যা মুনাফা করছে তার বেশিরভাগই এই তহবিলে জমা হচ্ছে। জ্বালানি বিভাগ বলছে যেহেতু বিতরণ কোম্পানি গ্যাস বিক্রিতে মুনাফা করছে তাই এই অর্থ তাদের না দিয়ে পৃথক তহবিলে রাখা হয়েছে। জ্বালানি বিভাগের একাধিক কর্মকর্তা বলছেন, গ্যাস বিক্রি থেকে ৫৫ ভাগই নানা রকম করের আওতায় ফেলে সরকারী তহবিলে জমা হয়। এর বাইরে এই তহবিলের অর্থও রাজস্ব বিভাগ তাদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। কিন্তু ভবিষ্যত জ্বালানি আমদানি এবং অবকাঠামো নির্মাণে নতুন বিনিয়োগ প্রয়োজন হবে। নতুন এই বিনিয়োগ সংস্থান কঠিন হবে বিবেচনায় নিজস্ব অর্থই ব্যয় করতে চায় জ্বালানি বিভাগ। সেক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনও নেয়া হয়েছে।
×