ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজার বিষয়ক সেরা রিপোর্টের পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ০৪:৪২, ১৮ জানুয়ারি ২০১৮

পুঁজিবাজার বিষয়ক সেরা রিপোর্টের পুরস্কার ঘোষণা

পুঁজিবাজার বিষয়ক সাংবাদিকদের জন্য সেরা রিপোর্ট পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই) এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)। সিএসই এবং সিএমজেএফের যৌথ উদ্যোগে এই পুরস্কারটি প্রদান করা হবে। গত ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন জন্য এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। আগ্রহীদের ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। প্রিন্ট, অনলাইন ও টেলিভিশনের জন্য পৃথক পৃথকভাবে আলাদা পুরস্কার থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার এনভয় টেক্সটাইলের বন্ড অনুমোদন বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল মিলস লিমিটেডের ১৫০ কোটি টাকা বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৬২৪তম সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়।সূত্র মতে, জিরো-কুপন বন্ড ইস্যুর মাধ্যমে এই অর্থ সংগ্রহ কবে কোম্পানিটি। আলোচিত বন্ড হবে রিডিমেবল ও নন-কনভার্টেবল। অর্থাৎ মেয়াদ শেষে এই বন্ড অবসায়িত হবে। বন্ডের কোন অংশই শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটির অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। আর ট্রাস্টি হিসেবে রয়েছে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×