ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহাম্মদ শরীফ

তরুণদের কাছে প্রত্যাশা

প্রকাশিত: ০৪:৩৩, ১৮ জানুয়ারি ২০১৮

তরুণদের কাছে প্রত্যাশা

এ বছর শীতের তীব্রতা রেকর্ড ভেঙে ফেলেছে। শীতকালীন রোগে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। শীতের তীব্রতার জন্য অনেকে মারা যাচ্ছেন। শীতকালে সবচেয়ে কষ্টে থাকতে হয় অসহায় ও ছিন্নমূল মানুষদের। একে বস্ত্রহীন তার ওপর শীতের তীব্রতা; সীমাহীন দুর্ভোগে থাকা এই মানুষগুলো অপেক্ষায় থাকে, কখন একটু সাহায্য আসবে। ভিক্টোরিয়া সরকারী কলেজের বেশ কিছু তরুণ শিক্ষার্থী ‘হাসি মুখ’ ফাউন্ডেশন নামের একটা সংগঠন গড়ে তোলে। তারা নিজেরা চাঁদা দিয়ে শীতের কাপড় কিনে, সুবিধাবঞ্চিত মানুষের বিতরণ শুরু করে। প্রথম কুমিল্লা রেলওয়ে স্টেশন, তারপর লাঙলকোর্ট রেলওয়ে স্টেশন, ক্রমান্বয়ে নিজেদের এলাকা। সেই তরুণদের ফেইসবুকে পোস্ট করা ছবি দেখলে বোঝা যায়, একটুখানি সহায়তায় অসহায় মানুষদের কতটা উপকার হয়েছে। এসব মানুষের ময়লা মুখের খুশির ছবি সত্যিই টাকা দিয়ে বিবেচনা করা যাবে না। এমনি করে ফেসবুকের পাতা খুললে দেখা মিলে তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে কীভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। আবার তাদের দেখে দেখে অনুপ্রাণিত হচ্ছে অন্যরাও। এছাড়া গ্রাম পর্যায়ে দেখা মিলে বিভিন্ন সংগঠনের হয়ে তরুণরা সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে। শীতে সবচেয়ে কষ্টে থাকে ছিন্নমূল অসহায় মানুষগুলো। বিশেষ করে তাদের মধ্যে শিশু ও বৃদ্ধরা। শীতের কাপড়ের পাশাপাশি এসব মানুষ চিকিৎসা সেবার অভাবে ভোগে। সরকারী হাসপাতালগুলোতে সত্যি বলতে এসব মানুষগুলো পান না সঠিক চিকিৎসা। এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্তরিক হতে হবে। তীব্র এই শীতে সাধারণ ছিন্নমূল মানুষগুলো যেন সহজে চিকিৎসা নিতে পারে, তার ব্যবস্থা করতে হবে। তরুণেরা আর্তমানবতার সেবায় আন্তরিক। তরুণদের এই মানসিকতার বিকাশ ছড়িয়ে যাক। এমনটাই প্রত্যাশা। জয় হোক তারুণ্যের! ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা থেকে
×