ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে জনপ্রশাসনমন্ত্রী

সরকারী দফতরে শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার

প্রকাশিত: ০৮:৩১, ১৭ জানুয়ারি ২০১৮

সরকারী দফতরে শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার

সংসদ রিপোর্টার ॥ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে বিভিন্ন পদে ৩ লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগকে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও গোলাম রাব্বানীর পৃথক দুটি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ তথ্য জানান জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রণালয়ে তিন লাখ ৫৯ হাজার ২৬১টি পদ শূন্য রয়েছে। সরকারী অফিসে শূন্য পদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন সংস্থাসমূহের চাহিদার প্রেক্ষিতে সরকারী কর্ম কমিশনের মাধ্যমে নবম থেকে ১২ গ্রেডের অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শূন্য পদ পূরণ করা হয়। আর ১৩ থেকে ২০ গ্রেডের অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্ব-স্ব মন্ত্রণালয়ের নিয়োগবিধি অনুযায়ী পূরণ করা হয়।
×