ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৫৭, ১৭ জানুয়ারি ২০১৮

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় প্রস্তুতি-১০, বহুনির্বাচনী-৩০ শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। আদিনাথের মন্দির কোথায় অবস্থিত? (ক) দিনাজপুর (খ) ভোলা (গ) মহেশখালী (ঘ) বিহার। ২। পূজার অনুষ্ঠানকে কী বলা হয়? (ক) দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি। ৩। তীর্থ দশর্নে- (র) মন পবিত্র হয় (রর) দুঃখ দূর হয় (ররর) শান্তি নির্বাসিত হয়। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) রর ও ররর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর ৪। কার্তিক মাসের শুক্ল পক্ষে দ্বিতীয়া তিথিতে যা পালন করা হয়- (ক) দোলযাত্রা (খ) ব্রক্ষ্মচর্যা উৎসব (গ) নবান্ন (ঘ) ভ্রাতৃদ্বিতীয়া। ৫। দীপাবলি অনুষ্ঠানটিÑ (র) ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করে (রর) জাতীয় ঐক্য সৃষ্টি করে (ররর) পারস্পারিক সহনশীলতা সৃষ্টি করে। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৬। কোন পূজা অনুষ্ঠানে হাতে খড়ি দেওয়া হয়? (ক) দুর্গা পূজা (খ) লক্ষ্মি পূজা (গ) কালি পূজা (ঘ) সরস্বতী পূজা । ৭। বাঙালি সমাজে যে উৎসব উল্লেখযোগ্য- (র) ভাদ্র সংক্রান্তি (রর) পৌষ সংক্রান্তি (ররর) চৈত্র সংক্রান্তি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ৮। কোন অনুষ্ঠানের মাধ্যমে শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুর পূজা করা হয়? (ক) নামযজ্ঞ (খ) রাজযজ্ঞ (গ) দোলযাত্রা (ঘ) রথযত্রা। ৯। রক্ষা শব্দ থেকে কোন শব্দটি উৎপত্তি হয়েছে? (ক) বন্ধন (খ) রতœ (গ) রাখী (ঘ) সমৃদ্ধি। ১০। দীপাবলি কোনটি দূর করার প্রতীক? (ক) মনের অজ্ঞানতা (খ) মানসিক যন্ত্রণা (গ) মনের চঞ্চলতা (ঘ) বিবাদ । ১১। ধর্মনীতি কোনটির সাথে সম্পর্কিত? (ক) কর্মফল (খ) কর্মনীতি (গ) সাধারণ নীতি (ঘ) ধর্মাচার ১২। পৌষপার্বণ বা পৌষসংক্রান্তিকে আরো কী বলা হয়? (ক) মকর সংক্রান্তি (খ) পৌষলীলা (গ) কালি সাধন (ঘ) অতিথি সংক্রান্তি। ১৩। রাখী বন্ধনের মাধ্যমে- (র) ধর্মানুষ্ঠান প্রকাশ হয় (রর) ভাই-বোনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় (ররর) বন্ধুত্ব রক্ষা পায়। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৪। দীপাবলিকে বলা হয়- (র) সুখরাত্রি (রর) মধুমিতা (ররর) দেওয়ালি। নিচের কোনটি সঠিক (ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৫। দোল উৎসব কখন পালন করা হয় ? (ক) শ্রাবণী পূর্ণিমায় (খ) ফাল্গুনী পূর্ণিমায় (গ) চৈত্র পূর্ণিমায় (ঘ) আষাঢ়ী পূর্ণিমায়। ১৬। কারা একাদশীর উপবাস পালন করেন? (ক) হিন্দুরা (খ) বৌদ্ধরা (গ) জৈনরা (ঘ) শিখরা। নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাও ঃ সুজিত দাসের বয়স হয়েছে। ছেলে-মেয়েকে বিয়ে দিয়েছেন। সংসারে তার মন আর টিকছে না তাই বাকি জীবনটা তীর্থস্থানে কাটাবার সিদান্ত নিয়েছেন। ১৭। সুজত দাসের উক্তস্থানে যাওয়ার সিদান্ত ধর্মীয় বিধানের কোন পর্যায়ে পড়ে? (ক) ধর্মপালন (খ) মৌল (গ) বিনোদন (ঘ) ভ্রমণ। ১৮। উক্তস্থান ভ্রমণে মন- (র) পবিত্র হয় (রর) শান্ত হয় (ররর) দুঃখ দূর হয়। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর ১৯। রথ বলতে যা বোঝায়- (ক) জলযান (খ) স্থলযান (গ) আকাশযান (ঘ) রেলযান। ২০। ঐতিহাসিক তীর্থস্থান ভ্রমণে যা বৃদ্ধি পায়- (ক) জ্ঞানের পরিধি (খ) ঈশ্বরপ্রেম (গ) আয়ু (ঘ) পারস্পারিরক সুসম্পর্ক। ২১। যে ধর্মানুষ্ঠান আমাদের সংস্কৃতির পরিচায়কÑ (র) গৃহেগ্রবেশ (রর) জামাইষষ্ঠী (ররর) দীবাবলি। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর ঃ ১(গ), ২(খ), ৩(ক), ৪(ঘ), ৫(ক), ৬(ঘ), ৭(গ), ৮(ক), ৯(গ), ১০(ক), ১১(ঘ), ১২(ক), ১৩(ক), ১৪(খ), ১৫(খ), ১৬(ক), ১৭(ক), ১৮(ঘ), ১৯(খ), ২০(ক), ২১ (ঘ)।
×