ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

‘অঙ্গারের মতোন বিরহ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশিত: ০৬:০০, ১৭ জানুয়ারি ২০১৮

‘অঙ্গারের মতোন বিরহ’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ প্রেম অনুভবের সঙ্গে মানবিক অনূভূতির আশ্রয়ে কবিতা লেখেন ভূইয়া সফিকুল ইসলাম। তার নতুন কাব্যগ্রন্থটিতে পাওয়া গেল সেই বারতা। ‘অঙ্গারের মতোন বিরহ’ শিরোনামের কাব্যগ্রন্থটি পাঠকের ভাবনায় ছড়াবে প্রেম ও মানবিকতার সমন্বিত সমীকরণ। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হলো কাব্যগ্রন্থটির প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন অধ্যাপক-কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। গ্রন্থ বিষয়ে আলোচনা করেন কবি মুহম্মদ নূরুল হুদা ও কবি নাসির আহমেদ। নতুন এ কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেন বাচিক শিল্পী মাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। ভূঁইয়া সফিকুল ইসলামের কবিতার প্রশংসা করে আসাদুজ্জামান নূর বলেন, পেশাগত জীবনে ভূঁইয়া সফিকুল ইসলাম ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা। পেশাগত জীবনের বাইরে দীর্ঘদিন ধরে তিনি লেখালেখি করেন। তার কবিতা অত্যন্ত স্পষ্ট ও সাহসী। জীবনকে নতুন করে দেখার ও অবলোকন করার দৃষ্টিভঙ্গি তার কবিতাকে করেছে মহিমান্বিত ও অনবদ্য।’ অন্যপ্রকাশ থেকে বেরুনো ‘অঙ্গারের মতোন বিরহ’ কাব্যগ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা ৬৪। মূল্য ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অদিতি মহসিনের ‘গানে গানে রবীন্দ্রনাথ’ ॥ শীতল সন্ধ্যায় বয়ে গেল সুরের ধারা। আর শীতের কাতরতাকে উপেক্ষা করে অনেকেই হাজির হলেন সেই সঙ্গীতাসরে। রবীন্দ্রসঙ্গীতের মোহময়তায় সিক্ত হলেন সেই শ্রোতাকুল। আর অনবদ্য কণ্ঠের মায়াজালে সেই মুগ্ধতা ছড়ালেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘গানে গানে রবীন্দ্রনাথ’ শীর্ষক এ সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার। এ সঙ্গীতসন্ধ্যার আয়োজন করে কিউরিয়াস কমিউনিকেশন। ‘তোরা সব জয়ধ্বনি কর’ নাটকের মঞ্চায়ন ॥ নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের প্রযোজনা ‘তোরা সব জয়ধ্বনি কর’। সৈয়দ শামসুল হক রচিত নাটকটির নির্দেশনায় ছিলেন আতাউর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিসেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলো নাটকটি।
×