ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুষ্ঠু নির্বাচন হলে তাবিথ জয়ী হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ জানুয়ারি ২০১৮

সুষ্ঠু নির্বাচন হলে তাবিথ জয়ী হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, যেভাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সপ্তাহের অধিকাংশ দিন মিথ্যা মামলায় হাজিরা দিতে হচ্ছে ও প্রতিদিন জামিন নিতে হচ্ছে এই পরিস্থিতিতে ডিএনসিসি নির্বাচন সরকার আদৌ সুষ্ঠু করবে কি না তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। এছাড়া বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবারও একটি নীলনক্সা ও ভোট ডাকাতির নির্বাচন করে কি না সে প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শ্রবণেন্দ্রিয়তে সমস্যা থাকতে পারে, কিন্তু জাতি বারবার বিএনপিসহ বিরোধী দলের সুস্পষ্ট উচ্চারণ শুনেছে যে, বর্তমান সংসদ এবং প্রধানমন্ত্রীকে বহাল রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কখনোই কোন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে ২০ দলের অন্যতম শরিক জামায়াত প্রার্থী ঘোষণা দিলেও আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হবে। তিনি বলেন, তাবিথ আউয়ালই ২০ দলের মেয়র প্রার্থী। তাই ২০ দলীয় জোটের সবাই তাবিথ আউয়ালের পক্ষেই কাজ করবে। তিনি ডিএনসিসি নির্বাচনে দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সেনাবাহিনী মোতায়েন করে ভয়-ভীতিমুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি করুন।
×