ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরে আতিকুল ইসলামই আওয়ামী লীগের প্রার্থী

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ জানুয়ারি ২০১৮

ঢাকা উত্তরে আতিকুল ইসলামই আওয়ামী লীগের প্রার্থী

বিশেষ প্রতিনিধি ॥ গুঞ্জনই সত্যি হলো। ঘুরে ফিরেই আলোচনার শীর্ষে থাকা ব্যবসায়ী নেতা ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলামই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাতে গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাত সাড়ে ৮টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শুরু হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানকারী ১৮ মনোনয়ন প্রত্যাশীর আবেদনপত্র যাচাই-বাছাই করা হয়। এদের অনেকের সঙ্গে কথাও বলেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। রাত দশটায় বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, ঢাকা উত্তরে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হবেন আতিকুল ইসলাম। মনোনয়ন বোর্ডের সভায় তাকেই দলের মনোনয়ন দেয়া হয়েছে। ওবায়দুল কাদের বলেন, দুই জন নারীসহ মোট আঠারো জন মনোনয়নের জন্য আবেদন করেছেন। আমাদের কোন প্রার্থীর যোগ্যতা কম নয়। ১৮ জন থেকে একজন খুঁজে বের করা কঠিন। মনোনয়ন বোর্ডে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লিন ইমেজের সম্ভ্রান্ত পরিবারের আতিকুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। এ সময় তিনি নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রয়াত মেয়র আনিসুল হকের উত্তরসূরি হতে আগে থেকেই মেয়র পদে নির্বাচনী প্রচারে নেমে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম বলেছিলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের ইঙ্গিত পেয়েই তিনি মাঠে নেমেছেন। চূড়ান্ত প্রার্থিতা ঘোষণার পর তার কথাটাই সত্য হলো। রাজনীতিতে নতুন আতিকুল ইসলামের এক ভাই মোঃ তোফাজ্জল হোসেন সাবেক প্রধান বিচারপতি। তার আরেক ভাই মইনুল হোসেন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল। আতিকুল ইসলাম ছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল, ব্যবসায়ী নেতা আদম তমিজি হক, রাসেল আশেকী, অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন, এফবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়ের আলম, ব্যবসায়ী নেতা আবেদ মনসুর, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, মেজর (অব.) ইয়াদ আল ফকির, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, ডিএনসিসির বর্তমান প্যানেল মেয়র ওসমান গনি, সাবেক সংসদ সদস্য আসমা জেরিম ঝুমু, মোহাম্মদ জামান ভুইয়া ও যুবলীগ নেতা শাহীন হক। সোমবার ধানম-ির আওয়ামী লীগ কার্যালয় মনোনয়ন ফরম জমা দেয়ার সময় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আতিকুল ইসলাম বলেছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে (মরহুম আনিসুল হক) মনোনয়ন দিয়েছিলেন, উনি কিন্তু প্রমাণ করে গেছেন অরাজনৈতিকভাবে আসলেও কিভাবে ঢাকা শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায়। এ থেকে প্রমাণ হয়ে যায় ব্যবসায়ীরা যেমন রাজনীতিতে আসতে পারেন, তেমনি রাজনীতিবিদরাও ব্যবসায় আসতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনিসুল হককে দিয়ে সুন্দর স্বপ্নের ঢাকা শহর গড়ার পেছনে কাজ করেছেন। আমিও প্রধানমন্ত্রীর সমর্থন পেলে আল্লাহকে হাজির-নাজির করে বলতে চাই, ঢাকাকে একটি সুন্দর ঢাকা গড়তে পারব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। উল্লেখ্য, আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। বিশেষজ্ঞদের মতে এ সিটিতে অন্য দলের যারাই প্রার্থী হোক না কেন মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত আওয়ামী লীগ এবং বিএনপি প্রার্থীর মধ্যে। মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে ইতোমধ্যে তাবিথ এম আউয়ালের নাম ঘোষণা করা হয়েছে। এদিকে বিকল্প নাগরিক জোটের প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র তুলেছেন জোনায়েদ সাকি। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। মনোনয়নপত্র সংগ্রহের পর সাকি সাংবাদিকদের বলেন, ‘আমি আমার দলের মনোনীত প্রার্থী। এছাড়া সিপিবি, বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চা আমাকে সমর্থন জানিয়েছে। জনগণ পরিবর্তন চায়। দুই দলের দ্বন্দ্বের বাইরে ভিন্ন একটি ধারায় জনগণকে ঐক্যবদ্ধ করতে পারব বলে বিশ্বাস করি। নগরের নাগরিকদের বিনা হয়রানিতে কীভাবে সেবা দেয়া যায় নির্বাচনী ইশতেহারে তা তুলে ধরব। জনগণের সমস্যাগুলো শুনতে চাই, সেগুলো নিয়ে কাজ করতে চাই উল্লেখ করেন। তবে তিনি গণসংহতি আন্দোলনের প্রার্থী হিসেবে মনোনয়ন তুললেও তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে। কারণ দলটি এখানও নির্বাচন কমিশনের নিবন্ধন পায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী দিচ্ছে সম্প্রতি গঠিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য। দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য জিন্নুর আহমেদ চৌধুরীকে (দীপু) প্রার্থী করছে তারা। মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জিন্নুরের পক্ষে মনোনয়নপত্র নেন দলটির অপর নেতা আতিকুর রহমান। তিনি বিভিন্ন সময় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ও জাতীয় সমাজতান্ত্রিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মাহমুদুর রহমান মান্না। নির্বাচন কমিশনে এই দলটি নিবন্ধিত নয়। ফলে এ দলের প্রার্থীকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে হবে। রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
×