ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৬, ১৭ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

এক লাখ ৭০ হাজার বাগদা পোনা জব্দ সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ১৬ জানুয়ারি ॥ বলেশ্বর নদীর চরদুয়ানীর মোহনা থেকে এক লাখ ৭০ হাজার বাগদা পোনাসহ ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে চরদুয়ানী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা একটি ট্রলার থেকে ওই পোনা জব্দ করে। আটক ব্যক্তিদের নাম জানা না গেলেও তাদের সকলের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর এলাকায় বলে জানা গেছে। জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর এলাকা থেকে খুলনার উদ্দেশে যাওয়ার পথে সাগর মোহনার বলেশ^র নদের পাথরঘাটার পদ্মা স্লুইস এলাকা থেকে ইঞ্জিনচালিত নামবিহীন একটি ট্রলারে রাখা মাটির পাত্রে এক লাখ ৭০ হাজার বাগদা পোনা জব্দ করা হয়। এ সময় ওই ট্রলারে থাকা ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। ট্রেনে কেটে রেল কর্মকর্তা নিহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ট্রেনে কাটা পড়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক কর্মকর্তা নিহত হয়েছেন। তার নাম আলতাফ হোসেন (৫২)। তিনি পশ্চিমাঞ্চল রেলওয়ের হিসাব শাখার অডিটর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী স্টেশনের রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) মর্গে নিয়ে যান। জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতরের পাশেই রেললাইন পার হচ্ছিলেন তিনি। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢুকছিল। এই ট্রেনটির নিচেই কাটা পড়েন আলতাফ হোসেন। ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৬ জানুয়ারি ॥ কটিয়াদী পৌর সদরের পূর্বপাড়ার বাসিন্দা ব্যবসায়ী অনাথ বন্ধু সাহা ঝন্টুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। জানা যায়, রাত তিনটার পর মুখোশপরা ১০-১২ জনের ডাকাতদল দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে পাট ব্যবসায়ী অনাথ বন্ধু সাহা ঝন্টুর বাড়ির পেছনের বারান্দার গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তার বড় ছেলে সুমন সাহা ঘরের দরজা ভাঙ্গার শব্দ শুনে চিৎকার করলে ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত বেঁধে ফেলে। পরে বাড়ির অন্যদের অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে প্রায় ঘণ্টাব্যাপী একে একে চারটি কক্ষের আলমারি, শোকেস ও সিন্ধুক ভাংচুর ও তছনছ করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ব্যবসায়ী অনাথ বন্ধু সাহা জানান, ডাতাতেরা আমাকে ও বড় ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। সোনার গয়নাসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৬ জানুয়ারি ॥ প্রায় ৬৫ ভরি সোনার গহনাসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এ গহনা আটক করা হয়। আটক কামাল হোসেন জীবননগর উপজেলার আশতলা পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে জীবননগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তল্লাশি করে ৬৪ ভরি ৪ আনা ১ রতি স্বর্ণের গহনাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। ৭ রোহিঙ্গার কারাদ- স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সাগর পথে ইয়াবা পাচারের দায়ে ৭ ইয়াবা পাচারকারী রোহিঙ্গাকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ১ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদ- দিয়েছে বিচারিক আদালত। মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ওসমান গণি এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- আবদুল জলিল, মুজিবুর রহমান, সাইদুল আমিন, মোঃ রফিক, আবদুল মালেক, মোঃ আয়াস ও মোহাম্মদ গণি। ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ১৬ জানুয়ারি ॥ মীরসরাইয়ে অগ্নিকা-ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। হাইতকান্দি ইউনিয়নের দমদমা বাজারে মঙ্গলবার ভোর ৬টায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। বিদ্যুতের শর্টশার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত বলে অনেকের ধারণা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন রাজু কর্মকারের মাতৃ মেডিক্যাল হলো, সুজন বড়ুয়ার শুঁটকির দোকান, শালিন বড়ুয়ার ঐশি ইলেকট্রিক এ্যান্ড মাইক সার্ভিস, মৃণাল বড়ুয়ার স্টেশনারি, শ্রীমান কর্মকারের মাইকের দোকান, ঝুলু বড়ুয়ার ইলেকট্রিক দোকান, সুজন দে’র টেইলার্স। ৬ বস্তা জাল খতিয়ান উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ সরকারী অধিগ্রহণের টাকা আত্মসাতের উদ্দেশে সৃজনকৃত ৬ বস্তা জাল খতিয়ান উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩১৩টি ভুয়া ওয়ারিশ সনদও। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজার সদরের ঝিলংজার বিভিন্ন এলাকা থেকে এসব খতিয়ান উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন। আটককৃত তিনজন হচ্ছে- সদরের পিএমখালীর মকবুল আহমদের পুত্র তৌহিদুল ইসলাম (৩৮), মৃত আবুল কাশেমের পুত্র নুরুল আবছার (২৮) ও ঝিলংজা চান্দেরপাড়ার আবু ছৈয়দের পুত্র ছৈয়দুল হক। জানা গেছে, রেলের জমি অধিগ্রহণের টাকা আত্মসাতের উদ্দেশে একটি জালিয়াতচক্র ইউপি চেয়ারম্যানের সনদ, ওয়ারিশ সনদসহ সংশ্লিষ্ট সব ধরনের ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে ভুয়া খতিয়ান সৃজন করে। বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানার পর অভিযান চালানো হয়। শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি শীতবস্ত্র বিতরণ করেন। মঙ্গলবার কালীগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামের সামনে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এ্যাসোসিয়েশন (বিসিপিএ) কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় ও ঢাকা ডিভিশনাল চ্যাপ্টার কমিটির তত্ত্বাবধানে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বিসিপিএ’র সভাপতি রুমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বিএনপি নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ নাশকতা মামলায় মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকা থেকে খুলনা সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার চারটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, নগরীর টুটপাড়া এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে ছাত্রদলের সাবেক নেতা খুলনা মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু মঙ্গলবার দুপুরে নগরীর টুটপাড়ার বাসা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেন্ট্রাল রোড থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা-১৬ জানুয়ারি ॥ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ডিবি পুলিশ নগরীর শাসনগাছা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, একদল সশস্ত্র ডাকাত নগরীর শাসনগাছা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, দুইটি রামদা, তিনটি চাকুসহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
×