ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৪৩ ছাত্রীকে সাইকেল বিতরণ

প্রকাশিত: ০৫:০৫, ১৭ জানুয়ারি ২০১৮

১৪৩ ছাত্রীকে সাইকেল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৬ জানুয়ারি ॥ চুনারুঘাটের ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হলো মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে হাতে ওই বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক মনীষ চাক্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোঃ ফারাবী। এতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার তাহমিনা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, কাজী সাফিয়া আক্তার, ওসি এম আমিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ। উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৩জন ছাত্রীর হাতে এই বাইসাইকেল বিতরণ করা হয়। স্কুলভবন উদ্বোধন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পাহাড়ে কিছু সংগঠন আদর্শিকতার নামে সাধারণ মানুষকে ধোকা দিয়ে চাঁদাবাজি করছে ও উৎসব-আনন্দে বাধা দিচ্ছে এমন অভিযোগ করে বলেছেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এ অশুভ শক্তিকে পরাজিত করা সম্ভব। তিনি মঙ্গলবার সকালে সদর জোনের ব্যবস্থাপনায় ২৫ লাখ টাকা ব্যয়ে কুমিল্লা টিলা আইডিয়াল হাই স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কুমিল্লা টিলা আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুদ্দিন আবু আনসারীর সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, সদর জোন কমান্ডার লে.কর্নেল জি এম সোহাক, পুলিশ সুপার আলী আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
×