ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

জেলা যুবলীগ নেতার বিরুদ্ধে সম্পত্তি দখলসহ নানা অভিযোগ

প্রকাশিত: ০৪:৪২, ১৭ জানুয়ারি ২০১৮

জেলা যুবলীগ নেতার বিরুদ্ধে সম্পত্তি দখলসহ নানা অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের বিরুদ্ধে রসুলপুরের এক নারীর জমি, বাড়ি দখল, দোকানপাট নদী খাল দখলের অভিযোগ করা হয়েছে। রাতারাতি অন্যের জমিতে সাইনবোর্ড লাগিয়ে নিজের জমি দাবি করে সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ তুলেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম নান্টুসহ অন্য নেতাকর্মীরা । মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনের এই অভিযোগ তুলে ধরে নেতাকর্মীরা দলের উর্ধতন কর্র্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, যুবলীগের জেলা আহ্বায়কের কর্মকা-ে যুবলীগসহ আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জন্য তার কর্মকা- ক্ষতির কারণ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়কসহ অন্যান্য কর্মীদের আনা নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা কেউ রাজনীতি করেনা। এরা সকলেই নেশাখোর উল্লেখ করে মান্নান বলেন, তিনি যুগ্ম আহ্বায়কসহ সকলকে কমিটিতে ঢুকিয়েছেন। জমি দখলসহ নানা অভিযোগ অস্বীকার করে তিনি বলেন,তার কথা মত সংগঠন চলবে । সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়, রসুলপুর গ্রামের আনসার আলির স্ত্রী আফরোজা বেগমের জমি মান্নান, মজনু ও সাগর ঘেরা দিয়ে সাইনবোর্ড তুলে দিয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, আব্দুল মান্নানের কোন বৈধ ব্যবসা না থাকলেও তিনি একটি আলিশান বাড়ি তৈরি করে বসবাস করেন। এই বাড়ি তৈরির ৬ কাঠা জমি প্রতিবন্ধী ফয়জুর শেখের জমি দখল করে তৈরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। অভিযোগ, আহ্বায়ক নির্বাচিত হওয়ার পর জেলায় তিনি একের পর এক জমি দখল , চাঁদাবাজি নদী দখল ভূমি দখলসহ নানা অপকর্মে জড়িত। তিনি বিভিন্ন থানায় যুবলীগের কমিটি বিক্রি করে চলেছেন বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য মীর মহিতুল আলম, শেখ সফি উদ্দিন, কাজী আক্তার হোসেন, জিয়াউর বিন যাদু শেখ আসাদুজ্জামান লিটু প্রমুখ।
×