ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীর আদালতে স্বামী হত্যায় স্ত্রীসহ তিনজনের ফাঁসি

প্রকাশিত: ০৪:৪১, ১৭ জানুয়ারি ২০১৮

রাজশাহীর আদালতে স্বামী হত্যায় স্ত্রীসহ তিনজনের ফাঁসি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পাবনার আতাইকুলায় স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহীর আদালত। মৃত্যুদ-ের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- পাবনা সদর থানার গোপালপুর এলাকার গোলাম মোহাম্মদের মেয়ে কুলসুম নাহার ওরফে বিউটি, জেলার আতাইকুলা উপজেলার রানীনগর গ্রামের আক্কাস আলীর ছেলে রুহুল আমিন (৪৭) এবং একই গ্রামের মৃত ইয়াসিন মোল্লার ছেলে সোলেমান আলী (৪৫)। কুলসুম নাহারের স্বামী মোশাররফ হোসেন ওরফে খোকন মৃধাকে (৫০) শ্বাসরোধে হত্যার অভিযোগে তাদের এই দ- দেয়া হলো। উল্লেখ্য, টাকার ওপরে মোবাইল নম্বর পেয়ে এক ছেলে ও দুই মেয়ের মা কুলসুম নাহারের সঙ্গে কথা শুরু করে রুহুল আমিন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তারা মোশাররফ হোসেনকে তাদের ‘পথের কাঁটা’ মনে করে। তাই তারা তাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ২০১১ সালের ৩০ জুন রাতে কুলসুম নাহারের প্রেমিক রুহুল আমিন তার বন্ধু সোলেমান আলীকে নিয়ে পবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লায় মোশাররফের ভাড়া বাসায় যায়। এরপর তারা মোশাররফের ঘরে লুকিয়ে থাকে। রাত সাড়ে ১১টার দিকে মোশাররফ হোসেন ঘরে ফিরলে তারা তিনজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের বিলকু ডাকাত দলের প্রধান বিলকু হাওলাদারসহ দলভুক্ত ৪ জনকে ১৭ বছর করে কারদ- প্রদান করেছে। বিচারক বজলুর রহমান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলো বিলকু হাওলাদার, তোকন হাওলাদার, সাগর হাওলাদার সোলেমান। উল্লেখ্য, ২০১১ সালের ৪ ফেব্রুয়ারি গ্রাম পুলিশ মনোতোষ চন্দ্র হাওলাদারকে তার এক পা বিচ্ছিন্ন করে দেয়। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, পূর্বশত্রুতার জেরে সদর উপজেলার ছাত্র জামিল আনছারি জুয়েল হত্যা মামলায় মূল আসামি মাহাবুবুল আলমকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও তিন মাসের দ- ভোগের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী এ রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০১২ সালের ১৩ অক্টোবর জুয়েলকে কুপিয়ে হত্যা করে।
×