ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়কে দুই ছাত্রসহ নিহত ৯

প্রকাশিত: ০৪:৪০, ১৭ জানুয়ারি ২০১৮

সড়কে দুই ছাত্রসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চাঁদপুরে তিন যাত্রী, রাজশাহীতে দুই কলেজছাত্র, যশোরে পুলিশ কর্মকর্তার স্ত্রী, সুনামগঞ্জে যুবক, দৌলতপুরে বৃদ্ধ ও ঈশ্বরদীতে চৌকিদার নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর পাঁচানি এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোচালক মোঃ নুরুল হক (৩০)। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় পাঁচানি সবুর মিয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, যাত্রীবাহী অটোরিক্সা চৌরাস্তা বাজার থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। ঘটনাস্থলে এলে দ্রুতগামী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সা উল্টে রাস্তার পাশে পড়ে যায় এবং যাত্রী মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৫) ও মোঃ আলমগীর (৫০) ঘটনাস্থলেই নিহত হন। আহত সিএনজি চালককে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজশাহী বাগমারায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলো জেলার দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (২০) ও একই গ্রামের মজিবর রহমানের ছেলে রাজিব হাসান (২২)। তারা উপজেলার দাওকান্দি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ওই ঘটনায় তাদের বন্ধু সাজেদুর রহমান সাজু (১৭) আহত হয়েছে। সোমবার রাতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ-সইপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোমবার রাতে তিন যুবক একটি মোটরসাইকেলে করে বাগমারা উপজেলার মহব্বতপুর গ্রাম থেকে দুর্গাপুর উপজেলার পালশা গ্রামে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তারা ভবানীগঞ্জ-সইপাড়া সড়কের মহব্বতপুর গ্রামের ঢেকিপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে। এ সময় ট্রাক্টর চালক বেপরোয়াভাবে কলেজছাত্র বেলাল হোসেন ও রাজিব হাসানের শরীরের ওপর দিয়ে ট্রাক্টর চালিয়ে যায়। এতে তাদের শরীর থেঁতলে যায়। পরে লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় রাস্তায় তারা মারা যান। রাতেই আহত সাজেদুর রহমানকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে রাজশাহী নগরীর মতিহার থানার দেওয়ানপাড়া এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় আহতদের মধ্যে মাসুদ রানা, ফিরোজা বেগম, জোবদুল ইসলাম, সাব্বির হোসেন, মোফাজ্জল হোসেন, মুসলিমা বেগম, জোসনা বেগম ও তসলিমা খাতুনকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। যশোর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেলিনা বেগম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী আব্দুর রশিদ। মঙ্গলবার দুপুর দুইটার দিকে যশোর শহরতলীর মুড়লির মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ট্রাকটি আটক করেছে। দুর্ঘটনার কারণে যশোর-খুলনা সড়কে যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক কিলোমিটার যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত পুলিশ সদস্যকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য আব্দুর রশিদ খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত বলে জানিয়েছেন। আহতের চাচাত ভাই আব্দুর রহিম ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আব্দুর রশিদ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে স্ত্রী সেলিনা বেগমকে নিয়ে যশোর আসেন। দুইটার দিকে শহরতলীর মুড়লি মোড়ে একটি বাসকে পাশ কাটাতে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা সেলিনা নিচে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি এবং গুরুতর আহত হন আব্দুর রশিদ। সুনামগঞ্জ সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার কৈতক পয়েন্ট এলাকায় বাসচাপায় যুবক নোমান আলী (২০) নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালী (বানিকান্দি) গ্রামের বাসিন্দা হাফিজ মুদ্দাসীর আলীর ছেলে। জানা যায়, ছাতক উপজেলার কৈতক পয়েন্ট এলাকায় একটি অটোরিক্সা স্থানীয় সড়ক থেকে আঞ্চলিক সড়কে ওঠার সময় সিলেট থেকে সুনামগঞ্জে আসার পথে মামুন পরিবহনের একটি বাস অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় নোমান। অপর যাত্রী একই গ্রামের আনিস আলীকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দৌলতপুর, কুষ্টিয়া দৌলতপুরে সড়ক দুঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় বালি বোঝাই ট্রলির চাপায় আজিজুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সে একই এলাকার মৃত নৈমুদ্দিনের ছেলে। পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে বালি বোঝাই ট্রলি ভাগজোত থেকে ইসলামপুর গ্রামে যাওয়ার পথে আজিজুল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঈশ্বরদী মঙ্গলবার সকালে রূপপুর পরমাণু বিদ্যুত উৎপাদন প্রকল্পের গেটের সামনে ট্রাকচাপায় চৌকিদার উমির আলী (৬০) নিহত হয়েছেন। তিনি রূপপুরের আকবর আলী মালিথার ছেলে। জানা গেছে, রূপপুর পরমাণু বিদ্যুত উৎপাদন প্রকল্পের ডিউটি শেষ করে প্রকল্পের গেটের সামনে মহাসড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় ঘন কুয়াশার মধ্যে পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
×