ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নিধনের হুমকি

জামালপুর শহর ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ জানুয়ারি ২০১৮

জামালপুর শহর ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৬ জানুয়ারি ॥ জামালপুরে ফেসবুকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় স্ট্যাটাস দিয়ে ঢালাওভাবে সাংবাদিক নিধনের হুমকিদাতা ছাত্রলীগ জামালপুর শহর শাখার সভাপতি নূর হোসেন আবাহনীকে দল থেকে সাময়িক বহিষ্কার এবং একই সঙ্গে শহর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের জরুরী সভায় সাংবাদিকদের সম্পর্কে ঢালাওভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সংগঠনের ভাবমূর্তি ক্ষুণœ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শহর ছাত্রলীগের সভাপতি নূর হোসেন আবাহনীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। ওই সভায় তাকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি সাতদিনের মধ্যে কেন তাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছে। এ সিদ্ধান্তের পর রাত দু’টার পর পুনরায় জেলা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামালপুর শহর ছাত্রলীগের কমিটিও বিলুপ্ত ঘোষণার কথা সাংবাদিকদের জানানো হয়। ডোমারে আরও ৩১ বস্তা ভেজাল সার জব্দ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একশত বস্তা বালু, ইটের গুঁড়া ও রং মিশ্রিত ভেজাল পটাশ সার সোমবার জব্দ ও জরিমানা করার ঘটনার একদিন পর মঙ্গলবার ডোমার উপজেলার হলিনচড়া ইউনিয়ন হতে আরও ৩১ বস্তা ভেজাল সার জব্দ করা হয়ছে। ইউনিয়নের হংসরাজ এলাকা হতে পুলিশ ওই নকল সার উদ্ধার করে থানায় নেয়। ভেজাল সার ওই এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য তাছকিনা বেগমের স্বামী ব্যবসায়ী ওবায়দুর রহমানের। সোমবার তাদের কাছ হতে ১০০ বস্তা ভেজাল সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করে। আসামিরা হলো সংরক্ষিত ইউপি সদস্য তাছকিনা বেগম, তার স্বামী ওবায়দুর রহমান ও ভাই সোনারায় ইউনিয়নের চাকধাপাড়া এলাকার সার ব্যবসায়ী মমিনুর রহমান।
×