ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে দেড় শতাধিক গৃহহীনকে ঘর প্রদান

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ জানুয়ারি ২০১৮

চাঁদপুরে দেড় শতাধিক গৃহহীনকে ঘর প্রদান

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৬ জানুয়ারি ॥ হাজীগঞ্জ উপজেলায় বেসরকারী উদ্যোগে দুই কর্মপরিকল্পনায় গৃহহীন পরিবারকে এ পর্যন্ত এক শ’ ৫২টি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। দ্বিতীয় কর্মপরিকল্পনায় দুই শ’ ঘরের মধ্যে ৪৮টি নির্মাণের কাজ চলছে এবং বাকিগুলো পর্যায়ক্রমে করা হবে। উভয় কর্মপরিকল্পনায় মোট ঘর নির্মাণ হবে তিন শ’ ১১টি। এসব ঘর নির্মাণ শেষ হলে খুব শীঘ্রই এ উপজেলাকে গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হবে। এর ফলে এ উপজেলা সারা দেশের জন্য মডেল হিসেবে রূপান্তর হবে। জানাগেছে, ২০১৭ সালের শুরুর দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের সম্মেলনে নতুন আইডিয়া নিয়ে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সে আলোকে ওই সময় চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর ম-ল জেলার মাসিক সমন্বয় সভায় জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নতুন কাজের আইডিয়া প্রদান করেন। সে আইডিয়ার সূত্র ধরে সেই সময়ের হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার গৃহহীনদের তালিকা করে গৃহ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। তখন থেকে বেসরকারী অর্থয়ানে শুরু হয় গৃহনির্মাণের কাজ। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া জানান, গৃহপ্রদানের পর সরকারী ব্যবস্থপনায় গৃহহীনদেরকে বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনা হচ্ছে। এর মধ্যে যারা মাঠে জমি চাষাবাদ করে তাদেরকে সার কীটনাশক, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধা, সুপেয় পানির জন্য টিউবয়েল, স্যানিটেশনের জন্য টয়লেট, সোলার সুবিধা, বিদ্যুৎ সংযোগ সুবিধা, ৪০ দিনের কর্মসূচীতে অন্তর্ভুক্ত, পরিবার পরিকল্পনার অন্তর্ভুক্ত, ভিজিএফ, ভিজিডি সুবিধাসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা হচ্ছে। চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর ম-ল বলেন, গত ১১ জানুয়ারি উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজীগঞ্জের গৃহহীনদের বেসরকারী উদ্যোগে গৃহনির্মাণের পরিকল্পনা সরাসরি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। গৃহহীনদের ঘর নির্মাণের পাশাপাশি সরকারী সহায়তার আওতায় আনা হবে। পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে। তাহলেই হাজীগঞ্জ উপজেলা দেশের জন্য মডেল হবে বলেন জেলা প্রশাসক।
×