ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবিতে বঙ্গবন্ধুর নামে ‘ল কমপ্লেক্স’ করার দাবি

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ জানুয়ারি ২০১৮

ঢাবিতে বঙ্গবন্ধুর নামে ‘ল কমপ্লেক্স’ করার দাবি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি স্বতন্ত্র ‘ল কমপ্লেক্স’ নির্মাণের দাবি জানিয়েছে বিভাগটির ছাত্রছাত্রীরা। দাবির পক্ষে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঁচশ ছাত্রছাত্রীর সাক্ষর সংবলিত একটি আবেদনপত্র জমা দিয়েছে তারা। ঢাকা বিশ^বিদ্যালয় ও আইন অনুষদের ১০০ বছর এবং স্বাধীন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীরা এই দাবি জানিয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়, দেশে আইন ও বিচার সুষ্ঠুভাবে নিশ্চিত করতে বিশ^বিদ্যালয়ের আইন অনুষদের ভূমিকা অনন্য। আইনের মতো একটি জটিল বিষয়ে শিক্ষার্থীদের পরিপূর্ণ জ্ঞান থাকা জরুরী। আইন বিষয়ে গবেষণা করাসহ বাস্তব জ্ঞান অর্জন করা প্রয়োজন। অনুষদে স্বতন্ত্র কোন অবকাঠামো না থাকার কারণে আইন বিষয়ে গবেষণা কেন্দ্র ও শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান অর্জন করা সম্ভব হচ্ছে না। যার কারণে শুধু পাঠদানের মধ্যে আইনের বিষয়ে জ্ঞান সীমাবদ্ধ রয়েছে। এসব কারণে অনুষদে একটি স্বতন্ত্র ভবন দরকার। অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের স্বপ্ন বঙ্গবন্ধুর নামে একটি স্বতন্ত্র ভবন নির্মাণ। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, আইন বিভাগ যদি উদ্যোগ নেয় তাহলে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
×