ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাড্ডায় গৃহপরিচারিকার আত্মহত্যা, ভাটারায় তরুণের মৃত্যু

প্রকাশিত: ০৪:৩৬, ১৭ জানুয়ারি ২০১৮

বাড্ডায় গৃহপরিচারিকার আত্মহত্যা, ভাটারায় তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় এক গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে। ভাটারায় এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। এদিকে দারুস সালামে অর্ধকোটি টাকা ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর বাড্ডায় হনুফা বেগম (৫৫) নামে এক গৃহপরিচারিকা আত্মহত্যা করেছে। নিহতের স্বামীর নাম মৃত আঃ জলিল। গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার নবীনগর থানার জৈনপুর গ্রামে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে স্থানীয় ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান। বাড্ডা থানার এসআই আব্দুল করিম জানান, খবর পেয়ে দুপুরে উত্তর বাড্ডার সবজি গলি এলাকার ৫৯/বি নম্বর ভবনের ৫তলার ইয়াসির আরাফাতের বাড়ির সার্ভেন্ট রুম থেকে হনুফার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, দীর্ঘদিন ধরে হনুফা ওই বাড়িতে ঝিয়ের কাজ করত। ২-৩ মাস আগে তার মেয়ে পারভীনের স্বামী মারা যাওয়ায় হনুফা মানসিক সমস্যায় ভুগছিলেন। তরুণের রহস্যজনক মৃত্যু ॥ রাজধানীর ভাটারায় সুমন মিয়া (১৯) নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ নূরের চালা প্রাইমারী স্কুল গলির ১৩/সি নম্বর নূরজাহার ভিলার এক ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের বাবার নাম আহম্মদ আলী। গ্রামের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানার শহরপুর পশ্চিম হায়দারপুর এলাকায়। ভাটারা থানার এসআই মোঃ আলী জানান, সুমন নূরের চালার ওই বাড়িতে ভাড়া থাকত। অর্ধকোটি টাকার ইয়াবাসহ একজন গ্রেফতার ॥ দারুস সালামে অর্ধকোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ রাজু আহমেদ (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে ওই থানা এলাকার সোহরাব পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (উত্তর) যুগ্ম-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম জানান, গভীররাতে গোপন সংবাদ পেয়ে ডিবি উত্তরের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ নূর আলম পাটওয়ারীর নেতৃত্বে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম ওই পেট্রোল পাম্পের সামনে অভিযান চালান।
×