ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রবাসীদের অর্থ সরাসরি আসবে বিকাশ এ্যাকাউন্টে

প্রকাশিত: ০৪:৩৫, ১৭ জানুয়ারি ২০১৮

প্রবাসীদের অর্থ সরাসরি আসবে বিকাশ এ্যাকাউন্টে

মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবিএল) যৌথভাবে চালু করল আন্তর্জাতিক রেমিটেন্স সেবা। এ সেবার মাধ্যমে একজন গ্রাহক বিদেশ থেকে পাঠানো টাকা তার বিকাশ এ্যাকাউন্টে সরাসরি গ্রহণ করতে পারবেন। সোমবার ঢাকার একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সেবার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যাবস্থাপক লীলা রশিদ, এমটিবিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। অনুষ্ঠানে জানানো হয়, এই সেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীরা এমটিবিএলের অনুমোদিত এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে সরাসরি বিকাশ গ্রাহকদের এ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং তা প্রাপকের এ্যাকাউন্টে পৌঁছে যাবে তাৎক্ষণিকভাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×