ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চিনিকল এলাকায় আখের মূল্য পুনঃনির্ধারণ

প্রকাশিত: ০৪:৩৩, ১৭ জানুয়ারি ২০১৮

চিনিকল এলাকায় আখের মূল্য পুনঃনির্ধারণ

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন চিনিকল এলাকায় আখের মূল্য পুনঃনির্ধারণ বিষয়ে গঠিত স্থায়ী কমিটির সভার সরকারী সিদ্ধান্ত মোতাবেক নিম্নোক্তভাবে আখের মূল্য পুনঃনির্ধারণ করা হলো ঃ ১) দেশের স্বার্থে ও জনস্বার্থে ২০১৮-১৯ মাড়াই মৌসুম থেকে আখের বর্তমান মূল্য মিলগেটে প্রতি কুইন্টাল ৩১২.৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৩৫০.০০ (তিনশত পঞ্চাশ) টাকা এবং বহিঃ কেন্দ্রে প্রতি কুইন্টাল ৩০৫.৯০ টাকা থেকে বৃদ্ধি করে ৩৪৩.৪০ টাকা করা হলো। ২) মাড়াই মৌসুমের মাঝামাঝি থেকে শেষ ভাগে অর্থাৎ ১৫ জানুয়ারি থেকে ১৫ দিন অন্তর অন্তর পাঁচ বার আখের মূল্য বৃদ্ধির হার কুইন্টাল প্রতি ৩.০০ (তিন) টাকা ধার্য করা হলো। ৩) পূর্বের ন্যায় আট শতাংশের অধিক চিনি আহরণের জন্য আখের প্রিমিয়াম মূল্য প্রদান অব্যাহত থাকবে। ৪) মিল মাড়াইয়ের জন্য সরবরাহযোগ্য আখের চেয়ে এফএস (ফাউন্ডেশন সিড) ও আরএস (রেজিস্টার্ড সিড) শ্রেণীর পরিচ্ছন্ন বীজ আখের মূল্য প্রতি কুইন্টাল ৮.০৪ টাকা এবং সিএস (সার্টিফাইড সিড) শ্রেণীর বীজ আখের মূল্য প্রতি কুইন্টাল ৪.০২ টাকা পূর্বের ন্যায় বহাল থাকবে। এই মূল্য বৃদ্ধির ফলে আখ চাষিদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো। করপোরেশন আশা করছে এর ফলে আখ চাষিরা আখ চাষে অধিকতর উৎসাহিত হবেন এবং চিনিকল এলাকায় আখের আবাদ বৃদ্ধিসহ আখের সরবরাহ বৃদ্ধি পাবে। -বিজ্ঞপ্তি
×