ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’দিনব্যাপী সামিটের উদ্বোধন

এলপিজি আরও সহজলভ্য হচ্ছে

প্রকাশিত: ০৪:৩১, ১৭ জানুয়ারি ২০১৮

এলপিজি আরও সহজলভ্য হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবহারকারীদের জন্য লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আরও সহজলভ্য করা হচ্ছে। এইখাত সংশ্লিষ্টদের অংশগ্রহণে মঙ্গলবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে এশিয়া এলপিজি সামিট। এই সামিটের মাধ্যমে বিনিয়োগকারী, বিশ্বের স্বনামধন্য গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠান, সরকার, এনজিও এবং কারিগরি সহায়তা প্রদানকারী সবাইকেই এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সামিট সফল করতে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিয়েছে। দু’দিনব্যাপী এ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান তাজুল ইসলাম, ওয়ার্ল্ড এলপিজি এ্যাসোসিয়েশনের পরিচালক সালমান এফ রহমানসহ দেশের ব্যবসায়ী নেতারা। আজ ১৭ জানুয়ারি বুধবার সামিটের সমাপনী ঘোষণা করবেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এবারের এলপিজি সামিট আয়োজন করেছে ডব্লিউ এলপিজিএ, অল ইভেন্ট গ্রুপ এবং সিঙ্গাপুর ও গেন্টাবাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড বাংলাদেশ। এবারের সামিটে ২৫০ বিদেশী প্রতিনিধিসহ ৮০টি স্থানীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মান, কোরিয়া, চীন, তুরস্ক, ইতালি, মালয়েশিয়া এবং ভারত। জানা গেছে, ৫ম বারের মতো দেশে এলপিজি সামিট অনুষ্ঠিত হচ্ছে। বাসা-বাড়িতে এলপিজি এলপি গ্যাস জনপ্রিয় করতে এর নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, প্রাকৃতিক গ্যাসের চাহিদা কমিয়ে এলপিজিকে জনপ্রিয় করতে হবে। তাই সবার আগে নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এলপিজি সিলিন্ডার সঠিকভাবে ব্যবহার করলে কোন ধরনের ঝুঁকি নেই। জানা গেছে, বাংলাদেশে বর্তমানে প্রতি মাসে সাড়ে ৩ লাখ এলপিজি সিলিন্ডারের চাহিদা রয়েছে। কিন্তু দেশে মাত্র ১ লাখ সিলিন্ডার উৎপাদন হচ্ছে, বাকি সিলিন্ডার আমদানি করতে হয়। আমদানি করা এসব সিলিন্ডারের মান নির্ণয়ে দেশে কোন পরীক্ষাগার নেই। এজন্য সরকারী ও বেসরকারী পর্যায়ে পরীক্ষাগার তৈরি করার ওপর তাগিদ দেয়া হয়েছে।
×