ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৪:২৮, ১৭ জানুয়ারি ২০১৮

ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের আইপিও অনুমোদন

ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। জানা যায়, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। -অর্থনৈতিক রিপোর্টার দুই কোম্পানির বোনাস বিওতে জমা শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে পাঠানো হয়েছে। কোম্পানি ২টি হলো : দেশবন্ধু পলিমার ও এনভয় টেক্সটাইল। দেশবন্ধু পলিমারের লভ্যাংশের বোনাস শেয়ার সোমবার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ফ্র্যাকশোনাল বোনাস শেয়ার বিক্রয় প্রিমিয়াম শীঘ্রই বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হবে। যাদের ব্যাংক হিসাবে শেয়ার ক্রেডিট হবে না, তাদের কোম্পানির শেয়ার অফিস থেকে সংগ্রহ করতে হবে। অপরদিক এনভয় টেক্সটাইলের লভ্যাংশের বোনাস শেয়ার গত ২৮ ডিসেম্বর বিও হিসাবে জমা হয়েছে। নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা হয়েছে।-অর্থনৈতিক রিপোর্টার
×