ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫ খাতে শতভাগ কোম্পানির দরবৃদ্ধি

প্রকাশিত: ০৪:২৮, ১৭ জানুয়ারি ২০১৮

৫ খাতে শতভাগ কোম্পানির দরবৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সূচকের বড় উত্থানে শেষ হয়েছে সপ্তাহের তৃতীয় কার্যদিবসের লেনদেন। সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। এর মধ্যে ৬ খাতে শতাভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণে পাওয়া গেছে এমন চিত্র। শতভাগ দর বৃদ্ধি পাওয়া খাতগুলো হলোÑ সিরামিক, জুট, পেপার ও প্রিন্টিং, সেবা ও আবাসন এবং টেলিকমিনেকেশন খাত। সূত্র অনুযায়ী, সিরামিক খাতে থাকা ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে স্ট্যান্ডার্ড সিরামিকের। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা। এছাড়া ফু-ওয়াং সিরামিকের ০ দশমিক ৩০ পয়সা, মুন্নু সিরামিকের ০ দশমিক ৪০ পয়সা, আরএকে সিরামিকের ০ দশমিক ৫০ পয়সা, শাইনপুকুর সিরামিকের ০ দশমিক ৫০ পয়সা দর বৃদ্ধি হয়েছে। জুট খাতের ৩ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে নর্দান জুট ম্যানুফ্যাক্টচারিং কোম্পানির। এ কোম্পানির দর বেড়েছে ১৩ দশমিক ৪০ পয়সা। এছাড়া জুট স্পিনার্সের ৩ দশমিক ৬০ পয়সা এবং সোনালী আঁশের ৪ টাকা শেয়ার বৃদ্ধি পেয়েছে। পেপার ও প্রিন্টিং খাতের দুই কোম্পানির মধ্যে হাক্কানী পাল্প এ্যান্ড পেপারের ০ দশমিক ৬০ পয়সা এবং খুলনা পাওয়ার কোম্পানির ০ দশমিক ১০ পয়সা শেয়ার বৃদ্ধি পেয়েছে। সেবা ও আবাসর খাতের ৪ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে সামিট এ্যালায়েন্স পোর্টের। এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ০ দশমিক ৭০ টাকা। এছাড়া ইস্টার্ন হাউজিংয়ের ০ দশমিক ৬০ পয়সা, সাইফ পাওয়ারটেকের ০ দশমিক ২০ পয়সা এবং শমরিতা হাসপাতালের ০ দশমিক ৪০ পয়সা। টেলিযোগাযোগ খাতে থাকা দুই কোম্পানির মধ্যে গ্রামীণফোনের ৬ দশমিক ৩০ পয়সা এবং বাংলাদেশ সাবমিরন কেবল কোম্পানির ০ দশমিক ২০ পয়সা শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।
×