ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে সংলাপের ধারা এগিয়ে নিতে হবে ॥ ট্রাম্পকে শি জিনপিং

প্রকাশিত: ০৪:২৬, ১৭ জানুয়ারি ২০১৮

দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নে সংলাপের ধারা এগিয়ে নিতে হবে ॥ ট্রাম্পকে শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে, কোরীয় উপদ্বীপে ইতিবাচক পরিবর্তন হয়েছে। দুই নেতার মধ্যে এক ফোনালাপের পর রাষ্ট্রীয় মিডিয়া মঙ্গলবার এ কথা বলেছে। ট্রাম্প পরমাণু অস্ত্র কর্মসূচী বন্ধে সম্মত করার প্রত্যাশায় উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ বৃদ্ধির জন্য জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবং ট্রাম্পের বিরুদ্ধে কিম জং উনের যুদ্ধের হুমকি ও ব্যক্তিগত আক্রমণের পর উত্তেজনা চরমে ওঠে। কিন্তু দুই কোরিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠান এবং দক্ষিণ কোরিয়ায় উইন্টার অলিম্পিকসে পিয়ংইয়ং ক্রীড়াবিদ পাঠাতে সম্মত হলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ দুটির মধ্যে দৃশ্যত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্প্রতিষ্ঠিত হয়। -এএফপি
×