ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬০ শরণার্থী উদ্ধার

প্রকাশিত: ০৪:২৬, ১৭ জানুয়ারি ২০১৮

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬০ শরণার্থী উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে সোমবার ৩৬০ অবৈধ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ডের কর্মকর্তারা এ কথা জানান। খবর সিনহুয়া’র। কোস্টগার্ডের টহল কমান্ডার নাসের আল-গামুদি বলেন, ‘উপকূলীয় গ্যারাবুলি নগরী থেকে টহল দল একটি সঙ্কট মেসেজ পান। নগরীটি রাজধানী ত্রিপলি থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত। সেখানে পৌঁছে আমরা বেশ কয়েকজন শরণার্থীবাহী একটি নৌকা দেখতে পাই। তাদের সকলকে উদ্ধার করা হয়েছে।’ আফগানিস্তানে বিমান হামলায় ২১ জঙ্গী নিহত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন ও শিরজাদ এলাকায় জঙ্গীদের গোপন আস্তানায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় আইএসের ২১ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি এ কথা জানান। খবর সিনহুয়ার। ওই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে জঙ্গীদের অস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়।
×