ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় বিমানবন্দরে হামলায় নিহত ২০, আহত ৮৯

প্রকাশিত: ০৪:২৫, ১৭ জানুয়ারি ২০১৮

লিবিয়ায় বিমানবন্দরে হামলায় নিহত ২০, আহত ৮৯

লিবিয়ার রাজধানী ত্রিপলির আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোরে এক হামলায় ২০ জন নিহত ও অপর ৬৯ জন আহত হয়েছে। হতাহতদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছে। ত্রিপলির ফিল্ড হসপিটালের পরিচালক আব্দুদ দায়েম আল-রাবরি বলেন, এমইটিগা আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘর্ষের ঘটনায় অনেকে গুরুতর এবং অনেকে সামান্য আহত হয়েছে। এর আগে রাবরি আহতদের চিকিৎসায় এগিয়ে আসার জন্য সব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীকে নির্দেশ দেন। তিনি আরও জানান, সোমবার সকালে ভারি অস্ত্রে সজ্জিত হয়ে একদল হামলাকারী বিমানবন্দরে হামলা চালায়। সিনহুয়া। স্পেশাল ডিটারেন্ট ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপরাধীদের ওই মিলিশিয়া বাহিনীটি বশির আল-বাকারাহ্ নামে পরিচিত। এরা জেল থেকে পালিয়ে মিলিশিয়া বাহিনীটিতে যোগ দিয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরটিতে হামলাকারীদের সবাই পলাতক রয়েছে। ডেটারেন্ট ফোর্স তাদের সন্ধান করছে।’ বর্তমানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে বলে ডেটারেন্ট ফোর্স নিশ্চিত করেছে।
×