ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়িতে তালাবন্দী ১৩ ভাই-বোন ॥ বাবা-মা গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৪, ১৭ জানুয়ারি ২০১৮

বাড়িতে তালাবন্দী ১৩ ভাই-বোন ॥ বাবা-মা গ্রেফতার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৩ সন্তানকে বাড়িতে জোরপূর্বক বন্দী করে রাখার দায়ে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ম্যধ্যে কাউকে কাউকে চেইন ও তালা দিয়ে বেডের সঙ্গে আটকে রাখা হয়েছিল। ডেভিড এ্যালেন ও লুইস আনাকে অত্যাচার ও শিশু নির্যাতনের অভিযোগে আটক করা হয়। খবর বিবিসি অনলাইনের। পুলিশ জানায়, ২ থেকে ২৯ বছর বয়সী এই ১৩ ব্যক্তিকে লস এ্যাঞ্জেলেসের ৫৯ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত পেরিসের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। তারা সবাই ভাই- বোন। দ্য রিভারসাইড শেরিফস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, নির্যাতনের শিকার একজন রবিবার পালাতে সক্ষম হয় এবং সে ওই বাড়িতে পাওয়া একটি সেলুলার ডিভাইস থেকে পুলিশের জরুরী নম্বরে ফোন দেয়। পুলিশ বলছে, পালাতে সক্ষম ওই মেয়েটির বয়স ১০ বছর হবে এবং সে দেখতে ক্ষীণকায়। সে দাবি করে, তার আরও ১২ ভাই- বোনকে তার বাবা-মা তালাবন্দী করে রেখেছে। পরবর্তীতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দেখতে পায়, অন্ধকার ও দুর্গন্ধ পরিবেশে বেশকিছু শিশুকে চেইন ও তালা দিয়ে বেডের সঙ্গে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। আটককৃত ওই দম্পতি কেন তাদের সন্তানদের ওইভাবে আটকে রেখেছিলেন তাৎক্ষণিকভাবে তার কোন যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি বলে পুলিশ জানিয়েছে। বন্দীদের ৭ জন পূর্ণবয়স্ক ( ১৮ থেকে ২৯ বছরের মধ্যে) যাদের সন্ধান পেয়ে পুলিশ সদস্যরা খুবই মর্মাহত হন। পুলিশ বলছে, উদ্ধারকৃতরা দেখতে খুবই অপুষ্ট ও নোংরা। বর্তমানে তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের প্রধান জানিয়েছেন, এই ঘটনা স্টাফদের নিকট খুবই হৃদয়বিদারক এবং তা অবিশ্বাস্য। ওই দম্পতির এক প্রতিবেশী জানিয়েছেন, ‘টারপিন পরিবার এমন ছিল যে, আপনি তাদের সম্বন্ধে তেমন কিছুই জানতে পারবেন না । আপনি তাদের কখনও বেড়াতে যেতে দেখবেন না, কাউকে বাড়ির বাইরে আসতে দেখবেন না। আপনারা প্রকৃতপক্ষে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে, তারা বাইরে যায় এবং সেটা সম্ভবত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য।’
×