ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজাম হাজারীর এমপি পদে থাকা নিয়ে রুলের শুনানিতে বিব্রত হাইকোর্ট

প্রকাশিত: ০৮:৫৪, ১৬ জানুয়ারি ২০১৮

নিজাম হাজারীর এমপি পদে থাকা নিয়ে রুলের শুনানিতে বিব্রত হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুল শুনানিতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফরিদ আহাম্মদের একক হাইকোর্ট বেঞ্চ বিব্রত প্রকাশ করে এ আদেশ দেয়। এখন প্রধান বিচারপতি এ মামলার নিষ্পত্তির জন্য নতুন একক বেঞ্চ নির্ধারণ করবেন বলে জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী সত্য রঞ্জন ম-ল। আদালতে নিজাম হাজারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরু হক সিদ্দিকী ও সত্য রঞ্জন ম-ল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী এ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। ডিএসসিসি কাউন্সিলর পদে নির্বাচনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) নতুন সংযোজিত ১৮ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিটের শুনানি এক সপ্তাহের জন্য (স্ট্যান্ড ওভার) মুলতবি করা হয়েছে। শিশু আইনে অস্পষ্টতা নিরসনে আদেশ ১২ ফেব্রুয়ারি ॥ শিশু আইনে অস্পষ্টতা দূর করতে সংশোধিত খসড়া প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা বাস্তবায়নে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রতিবেদনের এমন তথ্য হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এরপর এ বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আইনের সংশোধন বিষয়ে অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। আদালতে সোমবার রাষ্ট্রপক্ষে সহকারী এ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ উপস্থিত ছিলেন। নঈম নিজামের জামিন মঞ্জুর ॥ মানহানির অভিযোগে করা এক মামলায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীকে অভিযোগ (চার্জ) গঠন না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। উত্তরা মেডিক্যালের ভর্তি নিয়ে আপীলের রায় আজ ॥ রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে সাধারণ কোটায় ভর্তিকৃত ৫৭ শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রমে ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আপীলের শুনানি শেষ হয়েছে সোমবার। এ বিষয়ে আদেশ দেয়ার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে আপীল বিভাগ। গাড়ি পার্কিংয়ের ওপর কোর্টের নিষেধাজ্ঞা ॥ রাজধানীর নিউমার্কেটের ভেতরে সব ধরনের গাড়ি পার্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে মার্কেটের ভেতর পার্কিং বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুলও জারি করেছে আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। লিগ্যাল নোটিস ॥ যশোর-বেনাপোল মহাসড়ক চারলেনে উন্নীত করতে রাস্তার দু’পাশের শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিস পাঠিয়েছেন হাইকোর্টের এক আইনজীবী। সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, খুলনার ডিসি ও যশোরের পুলিশ সুপারকে আগামী সাত দিনের মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে।
×