ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিজান নিয়ে তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ হবে ॥ ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০৮:২৩, ১৬ জানুয়ারি ২০১৮

মিজান নিয়ে তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ হবে ॥ ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ডিআইজি মিজানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে অতিরিক্ত আইজিপি মঈনুর রহমান চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজে অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বিরক্তির সুরে জানান, একথা অনেকবার বলেছি, আপনারা একটা কথা কেন বার বার জিজ্ঞাসা করেন। আমি জানি না। একটা কথা বারবার জিজ্ঞেস করার অর্থ আমি বুঝি না। তিনি জানান, তাদের বলে দেয়া হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে, অনুসন্ধান করে, সকল পক্ষের বক্তব্য নিয়ে একটি প্রতিবেদন দেয়ার জন্য। প্রতিবেদনে যদি অসততা, ক্ষমতা বহির্ভূত, আইন বহির্ভূত কাজ প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, মিজানকে নিয়ে পুলিশের তদন্ত সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ হবে। সাংবাদিকদের আশ্বস্ত করেন আছাদুজ্জামান মিয়া। ডিআইজি মিজান দুই সাংবাদিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সে বিষয়ে সাংবাদিকদের জিডিও থানা পুলিশ নিচ্ছে না বলে অভিযোগ। ডিএমপি কমিশনার এ বিষয়ে জানান, থানায় কেউ জিডি করতে গেলে জিডি নেয়ার কথা। যদি কোন কারণে জিডি না নেয়া হয় তার উপরস্থ স্তরে অভিযোগ করা যেতে পারে। সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনে ডিএমপি কমিশনার জানান, আমি পুলিশ কমিশনার- আমি তো কারও কাছ থেকে অভিযোগ পাইনি যে থানায় গিয়েছে, জিডি নেয়নি। আইজিপি অফিসেও এ ধরনের কোন অভিযোগ দেয়া হয়নি।
×