ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টিএসসিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘আমিই তুমি’ মঞ্চস্থ

প্রকাশিত: ০৭:১৫, ১৬ জানুয়ারি ২০১৮

টিএসসিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘আমিই তুমি’ মঞ্চস্থ

স্টাফ রিপোর্টার ॥ ‘মঞ্চ হোক মুক্তির পথ’ এই সেøাগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের ব্যবস্থাপনায় ‘কালারস অব লাইফ থিয়েটার ফেস্ট-২০১৮’ শিরোনামে তিনদিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। এতে উৎসবের দ্বিতীয়দিন ৯ জানুয়ারি মঙ্গলবার মঞ্চস্থ হয় নাটক ‘আমিই তুমি’। জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের অভিনীত নাটক ‘আমিই তুমি’। নাটকটি রচনা করেছেন এহসান হাফিজ আর নির্দেশনা দিয়েছেন বিভাগের প্রভাষক মেহেদী তানজীর। নাটকটির নির্দেশক মেহেদী তানজীর বলেন, এই নাটকটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। লেখক মনে করেন আমাদের মুক্তিযুদ্ধ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এ মুক্তিযুদ্ধ মূলত গোষ্ঠীগত চেতনার ঐক্য। নাটকে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ নাটক কোন উৎকৃষ্ট শিল্প নির্মাণের চাইতে দার্শনিক ঐক্যতা অর্জনই প্রধান বলে মনে হয় আমাদের। এদিকে নাটক মঞ্চায়নের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন নির্দেশক, নাট্যশিক্ষক ও অভিনেতা অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, ঢাবির শিক্ষক শাহমান মৈশান, সাইদুর রহমান লিপন, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, নাট্যকার এহসান হাফিজ, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন জাপান এশিয়া কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা তুষার রায় এবং তরু শাহরিয়ার স্বর্গ (শিমুল), নাট্যশিল্পী কাজী জিলানীসহ আরও অনেকে। তিনদিনব্যপী এ নাট্য উৎসব ১০ জানুয়ারি শেষ হয়।
×