ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুরন্ত টিভির দ্বিতীয় মৌসুমের অনুষ্ঠান প্রচার শুরু

প্রকাশিত: ০৭:১৫, ১৬ জানুয়ারি ২০১৮

দুরন্ত টিভির দ্বিতীয় মৌসুমের অনুষ্ঠান প্রচার শুরু

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রথম শিশুতোষ স্যাটেলাইট টিভি চ্যানেল দুরন্ত টেলিভিশনের দ্বিতীয় মৌসুমের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছে। দুরন্ত কার্যালয়ে রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন চ্যানেলের পরিচালক অভিজিত চৌধুরী এবং অনুষ্ঠান বিভাগের প্রধান মোহাম্মদ আলী হায়দার। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুরন্তর দ্বিতীয় মৌসুমে ৬টি নতুন অনুষ্ঠান এবং ৭টি নতুন কার্টুন সিরিজ শুরু হবে। এর পাশাপাশি আগের সিরিজের কিছু অনুষ্ঠান এবং কার্টুন সিরিজের সম্প্রচার করা হবে। দ্বিতীয় মৌসুমের নতুন অনুষ্ঠানগুলো হলো- ‘নাচের ইশকুল’, ‘স্বপ্ন আঁকার দল’, ‘সোনার কাঠি রূপার কাঠি’, ‘দুষ্টু মিষ্টি’, ‘ব তে বন্ধু’, ‘কাবিল কোহকাফী’ প্রভৃতি। এর মধ্যে নাচ শেখার অনুষ্ঠান ‘নাচের ইশকুল’ সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৭-৩০ মিনিট, দুপুর ১-৩০ মিনিট এবং সন্ধ্যা ৬টায়, ‘স্বপ্ন আঁকার দল’ শুক্র ও শনিবার সকাল ১০টায় এবং রাত ৮টায়, ‘সোনার কাঠি রূপার কাঠি’ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১১-৩০ মিনিট এবং রাত ৭-৩০ মিনিটে, ‘দুষ্টু মিষ্টি’ শুক্র ও শনিবার সকাল ৮টা এবং রাত ৯-৩০ মিনিটে, ‘ব তে বন্ধু’ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৭-৩০ মিনিট এবং রাত ৮-৩০ মিনিটে, ‘কাবিল কোহকাফী’ শুক্র ও শনিবার সকাল ৭-৩০ মিনিট এবং রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে। এছাড়া দ্বিতীয় মৌসুমের নতুন কার্টুন সিরিজগুলো হলো- ‘অজি বু’, ‘এইচ টি ডি টি’, ‘ক্রাফটি কিডস ক্লাব’, ‘ট্রি ফু টম’, ‘দ্য হাপেটস’, ‘ক্লে কিডস হেয়ারপোর্ট’ প্রভৃতি। দ্বিতীয় মৌসুমে আগের যেসব অনুষ্ঠান এবং কার্টুন সিরিজ চলবে সেগুলো হলো- ‘দুরন্ত সময়’, ‘গল্প শেষে ঘুমের দেশে’, ‘দুরন্ত ক্রিকেট’, ‘কেট এ্যান্ড মিম মিম + লুকাস এ্যান্ড এমিলি’, ‘ঈনা মীনা ডীকা, ‘ড্রাগন হান্টার্স’, ‘মিনাসকুল’, ‘টিপ দ্য মাউস’, ‘মীয়া’, ‘উইসপার’, ‘বালুপ্পো’, ‘গেস হোয়াট’ প্রভৃতি। আগের মতো নতুন অনুষ্ঠানগুলোও দর্শকরা পছন্দ করবেন এমনটাই প্রত্যাশা চ্যানেল কর্তৃপক্ষের।
×