ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুজর গিফারি কলেজের সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ০৭:১৪, ১৬ জানুয়ারি ২০১৮

আবুজর গিফারি কলেজের সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ ঐতিহ্যের প্রেরণা ও তারুণ্যের নির্ভরতার পথচলায় ঢাকার ঐতিহ্যবাহী আবুজর গিফারি কলেজ ৫০ বছর অতিক্রম করে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করল। সম্প্রতি দিনব্যাপী আনন্দ উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে নবীন-প্রবীণের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। ওই দিন সকাল ৯টায় শিক্ষক-শিক্ষার্থীদের আনন্দ র‌্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন, বেলুন ও পায়রা ওড়ানোর মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের সূচনা হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু, গভর্নিং বডির সদস্য গোলাম আশরাফ তালুকদার প্রমুখ। আলোচনার পর কলেজের বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও সাবেক শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্বে তারা দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তোরা সব জয়ধ্বনি কর, আজি বাংলাদেশের হৃদয় হতে, একটি গল্প শোনাবো আজ, আমি কিংবদন্তির কথা বলছি, বাংলার গান গাই, বাংলাদেশের একতারা, ধাধিনা নাতিনা প্রভৃতি। বিকেলে সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত হন দ্বিতীয় পর্বের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। তিনি কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের নির্মাণ কাজ উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যের পর কলেজের অধ্যক্ষ, গভর্নিং বডির সভাপতি ও সদস্যরা বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের শক্ষার্থীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে। এরপর মঞ্চে আসেন পথিক নবী। সবশেষে জলের গানের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে নবীন-প্রবীণের এই মিলনমেলা শেষ হয়।
×