ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঙাল হরিনাথকে নিয়ে চলচ্চিত্র

প্রকাশিত: ০৭:১৩, ১৬ জানুয়ারি ২০১৮

কাঙাল হরিনাথকে নিয়ে চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ হরিনাথ মজুমদার ওরফে কাঙাল হরিনাথ। শিল্প সংস্কৃতির সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ হলেও রাজধানী কুষ্টিয়া জেলার গড়াই তীরবর্তী কুমারখালী গ্রামে ১২৪০ বঙ্গাব্দ ও ২২ জুলাই ১৮৩৩ সালে জন্মগ্রহণ করেন। তৎকালীন জমিদারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করার জন্য ইংরেজী ১৮৬৩ ও ১২৭০ বঙ্গাব্দের পয়লা বৈশাখ, ‘গ্রামবার্তা প্রকাশিকা’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। সেই পত্রিকায় লেখনীর মাধ্যমেই অবহেলিত মানুষের হৃদয়ে জায়গা করে নেন কাঙাল হরিনাথ। এবার এই কালজয়ী ব্যক্তিত্বকে নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র। চলচ্চিত্রটির নাম দেয়া হয়েছে ‘কাঙাল’। এরই মধ্যে চলচ্চিত্রের কাহিনী শেষ করেছেন বাংলা একাডেমি পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী স্বনামধন্য কাহিনীকার ও সংলাপ লেখক মাসুম রেজা। আর ছবিটি পরিচালনা করবেন ‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত আরেক স্বনামধন্য ও বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ পরচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রযোজক, পরিচালক ও চিত্রনাট্যকার রিয়াজুল রিজু। সরকারী অনুদানের জন্য জমাও দেয়া হয়েছে চলচ্চিত্রটি। পরিচালক রিয়াজুল রিজুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কাঙাল হরিনাথ একজন বিপ্লবী, সাংবাদিকতার প্রবাদপুরুষ। আমি নিজেও একজন সংবাদ কর্মী, সে জায়গারও একটা দায়বদ্ধতা আছে। তার জীবনের অনেক গল্প, তবে সিনেমায় আমি গুরুত্ব দিতে চেয়েছি হরিনাথের সাংবাদিক জীবন এবং বিপ্লবের গল্প। তিনি আরও বলেন, এবার সরকারী অনুদানের জন্য চলচ্চিত্রটি জমা দিয়েছি, যার জন্য অনুদান ঘোষণার আগ পর্যন্ত ছবিটির শূটিং শুরু করতে পারছি না। অনুদান পাব কিনা জানি না, তবে যেহেতু প্রধানমন্ত্রী ও মাননীয় তথ্যমন্ত্রী উনারা দুজনই সংস্কৃতিমনা ও চলচ্চিত্রপ্রেমী, তাই ভাল মানের চলচ্চিত্রের দিকে উনারা আলাদাভাবে দৃষ্টি দেবেন। আর সেক্ষেত্রে আমার বিশ্বাস আমি অনুদান পাব। চলচ্চিত্রটিতে কারা অভিনয় করবেন সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যেমন- রবীন্দ্রনাথ ঠাকুর, বিপ্লবী ঈশান রায়, লালন সাঁই, রবীন্দ্রনাথের বাবা মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশাররফ হোসেনের মতো বিখ্যাত ব্যক্তি। যার জন্য চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী বাছাই করার ক্ষেত্রে হিমশিম খাচ্ছেন পরিচালক রিয়াজুল রিজু, তবে প্রাথমিক একটি তালিকা করা হলেও, এখনও চূড়ান্ত হয়নি বলে বিস্তারিত জানাননি তিনি। বাপজানের বায়োস্কোপ চলচ্চিত্রের সাফল্যের ধারাবাহিকতায় রিয়াজুল রিজু ও মাসুম রেজা জুটি এ চলচ্চিত্রেরও চিত্রনাট্য যৌথভাবেই করছেন।
×