ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৬, ১৬ জানুয়ারি ২০১৮

টুকরো খবর

দুই ইটভাঁটির মালিককে জেল জরিমানা নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৫ জানুয়ারি ॥ সোমবার দুপুরে কেশবপুরের ব্যাপক আলোচিত অবৈধ ইটভাঁটির দুই মালিককে ছয় মাস করে জেল ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান এক মোবাইল কোর্ট বসিয়ে উপজেলার কাস্তা-বারুইহাটির রোমান ব্রিক্সের মালিক আবুবক্কর সিদ্দিক ও পৌরসভার ভোগতির জামান ব্রিক্সের মালিক মমতাজ বেগমকে উক্ত জেল ও জরিমানা করেন। এ সময় ওই দুই ইটভাঁটি পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে। গত বছরে প্রশাসন মোবাইল কোর্ট করে ওই দুটিসহ পাঁচটি অবৈধ ইটভাঁটি বন্ধ করা হয়েছিল। সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে কেশবপুরে অবাধে নির্মাণ করা হচ্ছে অবৈধ ইটভাঁটি। ফসলের মাঠ নষ্ট করে বিত্তবান ও ক্ষমতাশীন লোকেরা অনুমতি ছাড়াই ইটভাঁটি নির্মাণ করে নিজেদের আখের তৈরি করছে। নিচু জমিতে মাছের ঘের আর উঁচু জমিতে ইটভাঁটি করায় দখল হয়ে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। কেশবপুরের শতকরা ৯০ ভাগ কৃষিজীবী মানুষ দিনদিন তাদের ফসলের জমি হারিয়ে দিশাহারা হয়ে পড়ছেন। ফসলের মাঠ, জনবসতি এলাকা, শহর-বাজার, স্কুল-কলেজের পাশেসহ যত্রতত্র অবৈধ ইটভাঁটি স্থাপন করায় কেশবপুরের পরিবেশ হুমকির মুখে পড়েছে। খাগড়াছড়িতে রাইফেলসহ আটক দুই পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় রবিবার গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনী জানায়, আটককৃতরা হলেন, সুজন মারমা (২৮) ও আবাই মারমা। এ সময় তাদের কাছ থেকে একে ২২ রাইফেল, দুটি দেশীয় অস্ত্র, ১৪ রাউন্ড গুলি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামে মাদক বিক্রেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার একটি বাড়ি থেকে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেফতার মাদক বিক্রেতার নাম রুবেল। তাকে গ্রেফতার করা হয় চৌমুহনী চারিয়া পাড়া এলাকার একটি বাসা থেকে। তার কাছ থেকে ৬০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রেলিং ভেঙ্গে নির্মাণ শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ জানুয়ারি ॥ মাদারীপুর শহরের শকুনি লেকের পশ্চিম পাড়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের জন্য নির্মিত বিল্ডিংয়ের ছাদের রেলিং ভেঙ্গে সোমবার সকালে সবুজ মুন্সী (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। জানা গেছে, সকালে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের জন্য নির্মিত বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ছাদের রেলিংয়ের নিচে বসে কাজ করছিল রাজবাড়ী জেলার আলীপুর ইউনিয়নের বারবাগপুর গ্রামের সরোয়ার হোসেন মুন্সীর ছেলে সবুজ মুন্সী। হঠাৎ করে রেলিংটি তার ওপরে ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। সোনার বারসহ আটক এক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে পাঁচ পিস সোনার বারসহ নাজিমউদ্দিন নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে সীমান্তবর্তী কেরালকাতা ইউনিয়নের কর্মকারপাড়ার মদনপুর মোড় থেকে তাকে আটক করা হয়। আটক নাজিমউদ্দিন একই উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানান, বাগআচড়া থেকে ভারতে পাচারের জন্য চোরাকারবারিদের একটি গ্রুপ স্বর্ণের চালান নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে মদনপুর মোড় থেকে নাজিমউদ্দিনকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। এসময় তার শরীরে বিশেষ কায়দায় রক্ষিত পাঁচ পিস স্বর্ণের বার উদ্ধার হয়েছে।
×