ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আড়াই মণ গাঁজা উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জানুয়ারি ২০১৮

আড়াই মণ গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জানুয়ারি ॥ রবিবার রাত ৩টার দিকে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ আড়াই মণ গাঁজাসহ ট্রাক ও মাইক্রোবাস আটক করেছে। এ সময় ট্রাক ও মাইক্রোবাসের চালক হেলপারসহ আন্তঃজেলা মাদক বিক্রেতা চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, রবিবার রাত ৩টায় গোপন সূত্রে খবর পেয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পর্যাপ্ত ফোর্সসহ মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বাগাচাড়া নামক স্থানে অবস্থান নেয়। পুলিশ ওই সড়কের ওইস্থানে ট্রাকের মাধ্যমে ব্যারিকেড দিয়ে কুমিল্লা জেলা থেকে ছেড়ে আসা একটি মিনিট্রাক এবং একটি মাইক্রোবাস আটক করে। স্বামী হত্যার স্বীকারোক্তি নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৫ জানুয়ারি ॥ স্বামী আলহাজ সরদারকে অচেতন করে নিজের হাতে হত্যা করেছে স্ত্রী আসমা বেগম। সোমবার সকালে পুলিশের কাছে দেয়া জবানবন্দীতে এমন তথ্য বেরিয়ে এসেছে। এ ঘটনায় স্ত্রী আসমা বেগমকে পুলিশ সোমবার সকালে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করে।পুলিশ জানায়, পৌর এলাকার রামনগর গ্রামের আলহাজ সরদারকে প্রথমে তার স্ত্রী আসমা বেগম রাতের খাবারের সঙ্গে ২০টি ঘুমের ট্যাবলেট খাওয়ায়। এতে করে সে কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়ে। এরপর তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে স্ত্রী আসমা বেগম।
×