ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের এবার কঠোর সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জানুয়ারি ২০১৮

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের এবার কঠোর সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের ওপরের ক্লাসে দেয়া হয়নি। এমন শিক্ষার্থীর সংখ্যা ১৭৭ জন। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, যেহেতু এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ নেই। তাই ৬ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ না হয়ে কেন সপ্তম শ্রেণীতে ভর্তির সুযোগ পাবে? তিনি বলেন, বিদ্যালয়গুলোতে স্থানীয় নানা কারণে ফেল করা শিক্ষার্থীদের উপরের ক্লাসে ভর্তির সুযোগ করে দেয়া হয়। এতে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা নিজের ক্লাসের যোগ্যতা অর্জন না করেই উপরের ক্লাসে উঠিয়ে দেয়ায় তাদের শিক্ষার চাপ আরও বৃদ্ধি পায়। এতে এক সময় তাদের আর এসএসসি পাসই করা হয় না, ঝরে পড়ছে। এই বিষয়ে সরকারের স্পষ্ট নির্দেশনাও রয়েছে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের বিধান মেনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে কিছু সমস্যাও ফেস করতে হচ্ছে। তবে অনেক অভিভাবক এবং শিক্ষার্থী বুঝতে পেরেছেন তাদের কল্যাণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক এম এ রহিম জানান, এ বছর ৬ষ্ঠ শ্রেণীর ৩৩৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৬৫ জন। ৭ম শ্রেণীতে ১৮৯ জন পরীক্ষা দিয়ে ১৭৭ জন উত্তীর্ণ হয়েছে। ৮ম শ্রেণীর জেএসসিতে ১৫৩ জন অংশ নিয়ে ১২৪ উত্তীর্ণ হয়েছে। ৯ম শ্রেণীতে ১৯৫ জন পরীক্ষা দিয়ে ১২৯ পদোন্নতি পেয়ে ১০ম শ্রেণীতে ভর্তি হয়েছে। এছাড়া এবার এসএসসি পরীক্ষা দেবে ১৩৬ জন। ১১১ রেগুলার। বিগত বছরের অকৃতকার্য ২৫ জন। এবছর টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে ১০ জন। জেএসসিতে পাসের হার ৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।
×