ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কুলের ৪৫০ টাকা দিতে না পারায় পায়নি নতুন বই

প্রকাশিত: ০৬:৫৫, ১৬ জানুয়ারি ২০১৮

স্কুলের ৪৫০ টাকা দিতে না পারায় পায়নি নতুন বই

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৫ জানুয়ারি ॥ পহেলা জানুয়ারি নতুন বই পাওয়ার কথা ছিল। কিন্তু ১৫দিন পরও নতুন বই পায়নি মর্জিনা বেগম। বেতমোর মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর ষষ্ঠ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয় সে। এ বছর সপ্তম শ্রেণীর ক্লাস শুরু হলেও মর্জিনাকে নতুন বই দেয়া হয়নি। স্কুলের বিভিন্ন চার্জসহ মোট ৪৫০ টাকা শোধ করতে না পারায় মর্জিনার ভাগ্যে জোটেনি নতুন বই। বর্তমানে শ্রমজীবী পরিবারের এ শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ রয়েছে। বাড়িতে অবস্থান করছে মর্জিনা। সহপাঠীরা স্কুলে গেলেও বইয়ের অভাবে মর্জিনার ক্লাসে যাওয়া বন্ধ রয়েছে। মর্জিনা জানায়, শুধু সে একা নয় এভাবে যারা টাকা দিতে না পারছে তাদের অনেককে বই না দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছে। ষষ্ঠ শ্রেণীর রোল নম্বর ৪৫ এই মর্জিনা জানে না সপ্তম শ্রেণীতে তার রোল নম্বর কত। মর্জিনার মা হালিমা বেগম বলেন, ‘কামলা দিয়ে হে (স্বামী মোশাররফ) সংসার চালায়’ ৪৫০ টাহা দিতে না পারায় বই ছাড়াইতে পারি নাই।’ প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মোতালেব জানান, তিনি কালকে (মঙ্গলবার) স্কুলে গিয়ে খবর নেবেন। আর ৪৫০ টাকা সেশনচার্জ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহীদ হোসেন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। মাগুরা আইনজীবী সমিতির নির্বাচন নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ জানুয়ারি ॥ সোমবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আব্দুল মজিদ, সহ-সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম, যুগ্ম সম্পাদক (দেওয়ানী শাখা) ফরিদ হোসেন, যুগ্ম সম্পাদক (ফৌজদারি শাখা) নূরুজ্জামান শাহিন নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ অমিত মিত্র, হিসাব নিরীক্ষক আনোয়ার জাহিদ, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াজেদা সিদ্দীকা, গ্রন্থাগারিক আয়ুব হোসেন সুরুজ, নির্বাহী সদস্য ছয়টি পদে মসিয়ার রহমান, দেবোব্রত শিকদার দেবু, মিতা খাতুন, রওশন আখতার বিউটি, জাহাঙ্গীর কবির ও আবু মুসা।
×