ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মৃত্যুর কাছে হেরে গেলেন অগ্নিদগ্ধ শ্রমিক

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জানুয়ারি ২০১৮

মৃত্যুর কাছে হেরে গেলেন অগ্নিদগ্ধ শ্রমিক

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৫ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকার একটি তুলার মিলে অগ্নিকা-ের ঘটনায় পান্তীশী দাস (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া রজনী কান্তি দাস নামে আরও এক শ্রমিক মৃত্যুর সঙ্গে লড়ছেন। এর আগে, গত ২৮ ডিসেম্বর বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্্েডর ঘটনা ঘটে। পান্তীশী দাসের বাড়ি আড়াইজাহার। তিনি দীর্ঘদিন ধরে সাওঘাট ঋষিপাড়া এলাকার নিতাই দাসের বাড়িতে বসবাস করে আসছেন। পান্তীশী দাসের পিতা প্রেমান্দ দাস জানান, সাওঘাট এলাকায় রফিকুল মীরের মালিকানাধীন একটি তুলা তৈরির কারখানা রয়েছে। ওই কারখানায় প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক কাজ করেন। বিভিন্ন গার্মেন্টেসের ঝুট থেকে তৈরি করা হয় তুলা। শ্রমিকদের মধ্যে তার মেয়ে পান্তীশী দাসও রয়েছেন। গত ২৮ ডিসেম্বর হঠাৎ করে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে মিলে আগুন লেগে যায়। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা পুরো মিলে ছড়িয়ে পড়ে। এ সময় তার মেয়ে পান্তীশী দাসসহ রজনী কান্তি দাস নামে দুইজন অগ্নিদগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে পান্তীশী দাস মারা যান। লক্ষ্মীপুরে কম্বল বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ জানুয়ারি ॥ লক্ষ্মীপুরে গরিব, অসহায় ও শীতার্ত ব্যক্তিদের মাঝে দশ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। প্রচ- শীতের মাঝে সোমবার বিকেলে দালালবাজার ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সেলিনা শহীদ ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার নয়টি ইউনিয়নের গরিব, অসহায় ও শীতার্ত ব্যক্তিদের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এর আগের দিনও বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।এ উপলক্ষে কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সেলিনা শহীদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজকর্মী সেলিনা ইসলাম। সংশোধনী গত ১৫ জানুয়ারি দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় নড়াইলের আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় নয় জনের ফাঁসির আদেশ’ শিরোনামে প্রথম সংস্করণে প্রকাশিত সংবাদের একটি স্থানে মুদ্রণপ্রমাদবশত ‘ফাঁতে ঝুঁয়ে’ ছাপা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে হবে ‘ফাঁসিতে ঝুলিয়ে’।
×