ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জে অপহৃত শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ জানুয়ারি ২০১৮

আশুগঞ্জে অপহৃত শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ অপহরণের দশ দিন পর আশুগঞ্জের খড়িয়ালা থেকে শিশু রিফাতের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খড়িয়ালা গ্রামের স্থানীয় ইউপি সদস্য মুমিন মিয়ার বাড়ির ভাড়াটিয়ার বাসার বাথরুমের ফলছাদের ভিতর থেকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বরগুনার পাথর ঘাটার সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ মিয়া, ঝালকাঠির কাঁঠালিয়ার আনছার আলীর ছেলে সোলায়মান, নোয়াখালীর নাবালক মিয়া ছেলে ইলিয়াস। রিফাত খড়িয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সে উপজেলা খড়িয়ালা গ্রামের বাহার মিয়ার ছেলে। গত পাঁচ জানুয়ারি অপহৃত হয়েছিল রিফাত। অপহরণের কয়েক ঘণ্টার মাথায় রিফাতকে গলায় কাপড় পেঁচিয়ে শাসরুদ্ধ করে হত্যা করেছে বলে পুলিশকে জানিয়েছে অপহরণকারীরা। পুলিশ জানায়, পাঁচ জানুয়ারি দুপুর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের পরপর রিফাতে বাবা পুলিশকে অবহিত করে। দুই দিন পর তার বাবার কাছে মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের কথা মতো বিকাশে মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠাতে বলে রিফাতের বাবাকে। বিকাশের মাধ্যমে টাকা পাঠানো পর বিকাশ নাম্বারের সূত্র ধরেই খোঁজ মেলে একই গ্রামের ভাড়া নিয়ে বসবাসকারী সোহাগ, সোলায়মান, মিজান ও ইসিলাস শিশুটিকে অপহরণ করেছে। সোহাগ, সোলায়মান ও মিজান খড়িয়ালা গ্রামে রাইডার নামে একটি ব্যাগের ফ্যাক্টরিতে চাকরি করার সুবাদে একই এলাকায় ইউপি সদস্য মুমিন মিয়ার একতলা ভবনে ভাড়া নিয়ে থাকতেন। মোবাইলের কললিস্ট ধরে সোহাগ, সোলায়মান ও ইসিলাসকে আটক করলে তাদের স্বীকারোক্তির মাধ্যমে সকালে ভাড়া বাড়িতে গিয়ে বাথ রুমের ফলছাদের ওপর থেকে বস্তাবন্দী অবস্থায় লাশটি উদ্ধার করে। সিরাজগঞ্জে শ্রমিক স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, নিখোঁজের সাত দিন পর সোমবার দুপুরে পুলিশ সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আরবান হাসপাতালের পিছনের পুকুর থেকে আজম শেখ (২৪) নামে এক ইটভাঁটি শ্রমিকের লাশ উদ্ধার করেছে। নিহতের বড় ভাই আবু তালেব বলেন, গত সাত দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আজম শেখ। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান পায়নি। সোমবার সকালে স্থানীয়রা তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। জামালপুরে মিস্ত্রি নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, পৌরসভার লাঙ্গলজোড়া গ্রাম থেকে মোটরযান মিস্ত্রি সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ার দু’দিন পর শহরের দাপুরিয়া এলাকার একটি পুকুরে সোমবার তার লাশ পাওয়া গেছে। জামালপুর সদর থানা পুলিশ বেলা ১২টার দিকে তার লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, লাঙ্গলজোড়া গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে মোটরযান মিস্ত্রি সাইফুল ইসলাম (৪০) শনিবার রাতে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধান পাননি। দাপুনিয়া এলাকার লোকজন সোমবার সকালে স্থানীয় একটি পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশের খবর দেয়। সাইফুলের স্ত্রী শিল্পী লাশটি তার স্বামীর বলে শনাক্ত করেন।
×