ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্যানিটেশন সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬:৫২, ১৬ জানুয়ারি ২০১৮

স্যানিটেশন সামগ্রী বিতরণ

সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৫ জানুয়ারি ॥ মাধবপুরে ছাত্রীদের মধ্যে প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ২৮৮ ছাত্রীকে স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলার অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নারী উন্নয়ন ফোরামের সভাপতি এ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, ডাঃ ফারহানা মাইমুনা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রুকসানা পারভিন প্রমুখ। পিঠা উৎসব নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ জানুয়ারি ॥ শ্রমিকদের উৎপাদনে উৎসাহ বাড়াতে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সোমবার সকালে আশুলিয়া থানাধীন জিরাবো বটতলা এলাকায় ‘সাউদার্ন ক্লথিংস লিমিটেড’ নামক কারখানায় মালিকপক্ষ শ্রমিকদের উদ্দেশে এ পিঠা উৎসব করেন। ফিতা কেটে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন কারখানার চেয়ারম্যান খন্দকার ইলিয়াস হোসেন। খন্দকার ইলিয়াস হোসেন বলেন, শ্রমিকরা সবসময় উৎপাদনে ব্যস্ত থাকেন। তাই, এ শীতের মাসে শ্রমিকদের কাজের প্রতি উৎসাহ বাড়াতে এ পিঠা উৎসবের আয়োজন। শ্রমিকরা বলেন, তাদের জন্য মালিক পক্ষ পিঠা উৎসব করায় তারাও খুশি।
×