ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অক্টোবরে শুরু হবে সংসদ নির্বাচনের প্রক্রিয়া ॥ সিইসি

প্রকাশিত: ০৬:৫২, ১৬ জানুয়ারি ২০১৮

অক্টোবরে শুরু হবে সংসদ নির্বাচনের প্রক্রিয়া ॥ সিইসি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে। সিইসি সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি শেষ হবে। সেহেতু আগামী ডিসেম্বরের শেষের দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে যে কোন দিন একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে। আগামী সংসদ নির্বাচনে নিবন্ধিত সকল দলই অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, একাদশ সংসদ নির্বাচন ইভিএম পদ্ধতিতে হবে না। সিটমহল, নদীভাঙ্গন ও প্রশাসনিক জটিলতার কারণে ৬০ থেকে ৭০ টি আসনে সীমানা পুনঃনির্ধারণ হতে পারে। কি পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাজনৈতিক বিষয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে কোন মন্তব্য করার সুযোগ নেই। সকল দলের সঙ্গে সংলাপ হয়ে গেছে। সব দলই নির্বাচনে অংশ নেবে বলে তিনি আশাবাদী। পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। প্রাইম এশিয়া ভার্সিটিতে নবীনবরণ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের স্প্রিং সেমিস্টার ২০১৮ এর নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত শনিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল গণির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একে এম আশরাফুল হক এবং রেজিস্ট্র্রার আবুল কাশেম মোল্লা। অনুষ্ঠানে টেকনো ড্রাগ্স লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং কোয়ালিটি এস্যূরেন্সের প্রধান তুশার কান্তি পাল গেস্ট স্পীকার হিসেবে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে উৎসাহমূলক বক্তব্য রাখেন। -বিজ্ঞপ্তি
×